ওই নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সৌমি দে জানান, " আমাদের এই অনুষ্ঠান ১৩ তম বর্ষে পদার্পণ করল। দু'বছর বন্ধ থাকার কারণে এই বছর ১৩ তম বর্ষ পালন করা হল। এই বাৎসরিক অনুষ্ঠান আমি প্রতি বছর করে থাকি। গত দু'বছর করোনা মহামারীর কারণে বন্ধ ছিল। এই বছর প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করেছি। তারপর বিভিন্ন ধরনের আধুনিক, ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশন করা হয়েছে। পরিশেষে আমরা একটি জীবনমুখী গানের মধ্য দিয়ে এই বছরের অনুষ্ঠান সমাপ্ত করি। সারা বছর যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার দেওয়া হয়।"
advertisement
আরও পড়ুন: বাংলাদেশে পাচারের ঠিক আগে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার এই জিনিস, জানলে চমকে যাবেন আপনি!
সৌমি দে আরও জানান, "এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য হল- ছোট থেকে বড় সমস্ত ধরনের ছাত্র-ছাত্রীদের নিজেদের কলা কুশল তুলে ধরার জন্য একটি সুযোগ করে দেওয়া। এর ফলে ভবিষ্যতে তারা নিজেরদের ইচ্ছেমত বড় কোনও অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের শিল্পকলা তুলে ধরতে উৎসাহী হবে।" ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এই অনুষ্ঠানে হাজির ছিলেন। ছেলেমেয়েদের পারফরম্যান্স দেখে তাঁরা খুশি হন।
মৈনাক দেবনাথ