পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। এর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ অভিযান চালিয়ে এর পরেই অভিযুক্ত মহিতোষ কর্মকারের সন্ধান পায় এবং তল্লাশি করে উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল ও দু'রাউন্ড গুলি। এরপরেই অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে রানাঘাট থানার পুলিশ। ধৃতকে এদিন রানাঘাট আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: ৩ পুরুষ ধরে সংগ্রহ! নেপালের মারু থেকে দুষ্প্রাপ্য টাকা জমানোই নেশা, কীভাবে শুরু!
আরও পড়ুন: জলের জন্য তীব্র হাহাকার! পঞ্চায়েত ভোটের আগে ক্ষোভে ফুঁসছে গ্রাম
প্রসঙ্গত সামনেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে একাধিক জায়গায় তল্লাশি করে উদ্ধার করা হচ্ছে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র। নির্বাচনের প্রাক মুহূর্তে এই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ফলে নির্বাচনের সময় বিভিন্ন চাপানউতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। সেই কারণে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন একাধিক জায়গায় অভিযান চালিয়ে এবং সেখান থেকে তল্লাশি করে উদ্ধার করেছে একের পর এক বেআইনি আগ্নেয়াস্ত্র। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।
আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে নির্বিঘ্নে ঘটে, সেই কারণেই পুলিশের অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এবং তারই এক নিদর্শন দেখা গেল নদিয়ার রানাঘাটে।
Mainak Debnath