ঘটনাস্থলে করিমপুর থানার পুলিশ উপস্থিত হয়ে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারানো মা মারুফা বিবিকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় বহরমপুর মেডিকেল হাসপাতালে। যদিও ইতিমধ্যেই পলাতক ওই বাসের চালক এবং কন্ডাক্টর।তবে বাসটিকে আটক করেছে করিমপুর থানার পুলিশ।
আরও পড়ুন: যাদবপুরের মৃত ছাত্রের জন্মদিনে শোকে পাথর পরিবার, চোখের জলে ছবিতে মালা দিলেন মা
advertisement
এলাকা সূত্রে জানাযায় মারুফা বিবির স্বামীর নাম রুহুউল শেখ। করিমপুর দু’নম্বর ব্লকের ঘোড়াদহে তাদের বাড়ি। ছেলেকে নিয়ে বাজারে এসেছিলেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে করিমপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে, সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে অনিয়ন্ত্রিত ভাবে বাস চালানোর কারণে। তবে গোটা ঘটনা খতিয়ে দেখছে করিমপুর থানা পুলিশ।
আরও পড়ুন: “চায়ের চেয়ে প্রাণের দাম অনেক বেশি”, গেটবিহীন লেভল ক্রশিং এর একমাত্র ভরসা ননীদা
উল্লেখ্য, একের পর এক বেড়েই চলেছে জাতীয় সড়ক ও রাজ্যসড়কে পথ দুর্ঘটনা। প্রশাসন থেকে একাধিক বার সচেতনতার বার্তা দেওয়া হলেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের মধ্যে। যার ফলে লাগাতার দুর্ঘটনায় বলি হচ্ছেন সাধারণ পথ চলতি মানুষ। বেপরোয়া গাড়ি চালানো অসতর্ক ভাবে রাস্তা পারাপার মদ্যপান করে গাড়ি চালানো ইত্যাদি একাধিক আইনবিরোধী কাজের ফলেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলেই মনে করছেন স্থানীয়রা।
Mainak Debnath