মায়াপুর ইসকন মন্দিরের গোশালার পাশে ফাঁকা ময়দানে এক বিশালাকার মঞ্চ করা হয়েছিল। পাশাপাশি চারটি মঞ্চ তৈরি করা হয়েছে যার মধ্যে একটি বসুদেব কুটুম্বকম, একটি প্রভুপাদ মঞ্চ, একটি গীতা মঞ্চ এবং একটি সারস্বত মঞ্চ। প্রত্যেক মঞ্চেই দেশ বিদেশের বিভিন্ন ভক্তরা এসে গীতা পাঠে সামিল হন।
আরও পড়ুনঃ পোষ্য ছাগল নিয়ে ২ পরিবারের মারামারি! রণক্ষেত্র কান্দি, ভাইরাল ভিডিও
advertisement
সোমবার সোমবার সকাল থেকেই ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মায়াপুর ইসকন মন্দিরের গোশালার পিছনে যে ফাঁকা ময়দান আছে সেখানেই ভক্তদের আসন পরিপূর্ন। প্রত্যেক ভক্তদের হাতেই রয়েছে গীতা। বেলা ১১টা নাগাদ পাঁচ হাজার ভক্তের সমবেত কন্ঠে শুরু হয় গীতা পাঠ।
ভক্তদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃত্বরাও উপস্থিত হয়েছেন। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনিও এই গীতা পাঠ অনুষ্ঠানে সামিল হন। অন্যান্য ভক্তের মতোই তিনিও হাতে গীতা নিয়ে সকলের সঙ্গে গীতা পাঠ করেন।
Mainak Debnath





