TRENDING:

21 July-TMC- Mamata Banerjee: ২১-শে জুলাই ফের ভয়াবহ! বাসের সঙ্গে ধাক্কা! ছিটকে পড়ে তৃণমূল কর্মীরা! আহত একাধিক!

Last Updated:

21 July-TMC- Mamata Banerjee: গুরুতর আহত ছয় জন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে তেহট্ট মহকুমা হাসপাতালে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহট্ট: ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ থেকে ফেরার পথে চারচাকা গাড়ির সঙ্গে দিঘা-গামী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ১৪ জন যাত্রী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে তেহট্টের ইসলামপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ছোট চারচাকা গাড়ি করে নারায়ণপুর এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী ধর্মতলার শহিদ সমাবেশ থেকে ফিরছিলেন।
advertisement

রাত সাড়ে আটটা নাগাদ তেহট্টের ইসলামপুরে করিমপুরের দিক থেকে আসা দিঘা-গামী একটি বাসের সঙ্গে ছোট গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই দুটি গাড়ি রাস্তার দু’পাশে উল্টে যায়। এই ঘটনায় ছোট গাড়ির চালক সহ ছ’জন যাত্রী গুরুতর জখম হয়। এবং বাসের আট জন যাত্রীও আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। তারা আহতদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

advertisement

আরও পড়ুন:  ‘রং দে তু মোহে গেরুয়া’! শাহরুখ-কাজলের নাচ! সেই শ্যুটিং স্পটে পৌঁছে তুমুল নাচ যুবতীর! ভাইরাল ভিডিও

আরও পড়ুন: 

View More

গুরুতর জখমদের মধ্যে নুরুল ইসলাম খান নামে এক ব্যক্তি জানান, “আমরা ২১ জুলাই-এর মিটিং থেকে ফিরছিলাম, কালকে থেকে আমাদের ঘুম ছিল না। কৃষ্ণনগর সংলগ্ন একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে সেখান থেকে আমরা গাড়ি ছেড়েছি। গাড়ি ছাড়ার পরে আমরা যখন আসছিলাম তারপরে যে কি হয়েছে তা জানিনা, আমাদের কোনও জ্ঞান ছিল না। জঙ্গলের মধ্যে গাড়ি সমেত আমরা প্রত্যেকেই পড়েছিলাম। এরপর স্থানীয় বাসিন্দারা আমাদেরকে উদ্ধার করে, এরপর একটু জল টল দিয়ে আমাদেরকে তেহট্ট মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।” স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

advertisement

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
21 July-TMC- Mamata Banerjee: ২১-শে জুলাই ফের ভয়াবহ! বাসের সঙ্গে ধাক্কা! ছিটকে পড়ে তৃণমূল কর্মীরা! আহত একাধিক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল