তাই খেলার প্রতি আগ্রহ তৈরি করতে গ্রাম বাংলার প্রাচীন রায়বেঁশে খেলার মধ্যে অন্যতম এই লাঠি খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নাকাশিপাড়া ব্লকের রাজাপুর যুব সংঘের উদ্যোগে সন্ধ্যা থেকে সারা রাত্রি ব্যাপি ১৬ দলীয় লাঠিখেলা প্রতিযোগিতা শুরু হলো। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে বলে উদ্যোক্তারা জানান। এই লাঠি খেলা প্রতিযোগিতা দেখতে দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ ভিড় জমান।
advertisement
আরও পড়ুনঃ এবার থেকে স্বাস্থ্য সাথী ছাড়াই করা যাবে লক্ষীর ভান্ডার! জানুন বিস্তারিত
স্বাভাবিকভাবেই ছোট থেকে বড় সকলেই প্রাচীন এই খেলা দেখতে মেতে উঠেছিলেন। মুলত এক সময়ের এই প্রাচীন এই খেলাকে বাঁচিয়ে রাখতে ও উৎসাহিত করতেই এই প্রতিযোগিতা বলে জানান খেলার উদ্যোক্তারা। এদিন লাঠি খেলা দেখতে বহু মানুষ ভিড় জমান ময়দানে। তবে অভিনব লাঠি খেলা দেখতে পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন ।আট থেকে আশি সব বয়সের মানুষ লাঠি খেলার আমেজে মেতে ওঠেন।
Mainak Debnath