জানা গিয়েছে, ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত ছোটন জ্বালা। ঘটনার কথা জানিয়ে সালার থানায় অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বৃদ্ধ দম্পতি।
সালার থানার পুলিশ প্রশাসন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছোটন জ্বালার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর পলাতক ছোটন জ্বালা। আক্রান্ত সবিতা জ্বালা জানিয়েছেন, সম্পত্তির লোভে এই আক্রমণ। আমরা চাষী মানুষ, জমির ধান চাষ করেই সংসার চলে। বাড়িতে ধান তোলা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাড়ির গো-পালককে খাবার দিতে যায়। তখন বাড়িতে থাকা এক বস্তা ধান তুলে রাখার জন্য বলা হয়। কিন্তু সেই ধান ফেলে দেয় আমার ছোট ছেলে ছোটন জ্বালা। আর সেই ধান তোলাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় হঠাৎই বচসা শুরু হয়। তারপর আমার ছেলে ও বৌমা মিলে আমাদের ওপর চড়াও হয়। পরে লাঠি ও রড দিয়ে আমাদের মারধর করে।
advertisement
বৃদ্ধ দম্পতির চিৎকার শুনে স্হানীয় বাসিন্দারা ছুটে আসে। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।
অন্যদিকে, এই ঘটনার পর ছেলের কঠর শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত দম্পতি। যদিও এলাকার বাসিন্দারা জানান, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি। ছেলের কঠোর শাস্তির দাবি তাঁদের।
কৌশিক অধিকারী