TRENDING:

Murshidabad Crime|| সম্পত্তির লোভে সন্তানের তাণ্ডব! বাবা-মায়ের সঙ্গে নৃশংস আচরণ, সমাজের মাথা হেঁট

Last Updated:

Murshidabad Crime: সম্পত্তির লোভে বাড়ির বারান্দায় ধান তোলা কেন্দ্র করে বচসার জেরে ছেলের আক্রমণে মাথা ফাটল মা-বাবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার টেঁয়া গ্রামে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সালারঃ সম্পত্তির লোভে বাড়ির বারান্দায় ধান তোলাকে কেন্দ্র করে বচসার জেরে ছেলের আক্রমণে মাথা ফাটল মা-বাবার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার থানার টেঁয়া গ্রামে। রক্তাক্ত অবস্থায় আহত নিমাই জ্বালা ও তার স্ত্রী সবিতা জ্বালাকে পরিবারের লোকজন সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন দু'জন।
advertisement

জানা গিয়েছে, ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত ছোটন জ্বালা। ঘটনার কথা জানিয়ে সালার থানায় অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত বৃদ্ধ দম্পতি।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স? সৃজন-প্রতীক উর-সায়নদ্বীপ কোন দলের জার্সি পরছেন? গৃহযুদ্ধ CPIM-র অন্দরে

সালার থানার পুলিশ প্রশাসন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছোটন জ্বালার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর পলাতক ছোটন জ্বালা। আক্রান্ত সবিতা জ্বালা জানিয়েছেন, সম্পত্তির লোভে এই আক্রমণ। আমরা চাষী মানুষ, জমির ধান চাষ করেই সংসার চলে। বাড়িতে ধান তোলা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাড়ির গো-পালককে খাবার দিতে যায়। তখন বাড়িতে থাকা এক বস্তা ধান তুলে রাখার জন্য বলা হয়। কিন্তু সেই ধান ফেলে দেয় আমার ছোট ছেলে ছোটন জ্বালা। আর সেই ধান তোলাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় হঠাৎই বচসা শুরু হয়। তারপর আমার ছেলে ও বৌমা মিলে আমাদের ওপর চড়াও হয়। পরে লাঠি ও রড দিয়ে আমাদের মারধর করে।

advertisement

View More

বৃদ্ধ দম্পতির চিৎকার শুনে স্হানীয় বাসিন্দারা ছুটে আসে। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

অন্যদিকে, এই ঘটনার পর ছেলের কঠর শাস্তির দাবি তুলেছেন আক্রান্ত দম্পতি। যদিও এলাকার বাসিন্দারা জানান, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি। ছেলের কঠোর শাস্তির দাবি তাঁদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Crime|| সম্পত্তির লোভে সন্তানের তাণ্ডব! বাবা-মায়ের সঙ্গে নৃশংস আচরণ, সমাজের মাথা হেঁট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল