CPIM| FIFA World Cup 2022|| আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স? সৃজন-প্রতীক উর-সায়নদ্বীপ কোন দলের জার্সি পরছেন? গৃহযুদ্ধ CPIM-র অন্দরে

Last Updated:

CPIM, FIFA World Cup 2022: বিশ্বকাপের দিন যত এগিয়েছি সিপিআইএমের ছাত্র যুব থেকে শুরু করে সব সংগঠনের নেতা কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক বেড়ে চলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

#কলকাতাঃ বিশ্বকাপের দিন যত এগিয়েছি সিপিআইএম-র ছাত্র-যুব থেকে শুরু করে সব সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক বেড়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হেরে যাওয়ায় যখন মন খারাপ এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতীক উর রহমানের, মুখে তখন সেমিফাইনালে আর্জেন্টিনার ওঠায় চওড়া হাসি সংগঠনের সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাসের।
যুব সংগঠন ডিওয়াইএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক সায়নদ্বীপ মিত্র আবার পাক্কা জার্মান ফুটবলের ভক্ত। তাঁর দল আগেই হেরে বিদায় নিয়েছে ফুটবলের বিশ্বযুদ্ধ থেকে। তিনি এখন বাকিদের সামলাতে ব্যস্ত। আবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সুদীপ সেনগুপ্ত আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ দেখার স্বপ্নে বিভোর। একই সঙ্গে লাতিন আমেরিকার দল আর্জেন্টিনাকে সমর্থনের জন্য ব্রাজিল সমর্থকদের দিকে হাত বাড়িয়েছে। এরপরেই সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় ঘোষণা দিয়েছেন "বাঁশ পাতা নই যে একটুতেই নড়ে যাব।"
advertisement
advertisement
ব্রাজিলের অন্ধ ভক্ত কলতান দাশগুপ্ত যখন নিজের দলের ভাল খেলা দেখে পোস্ট করেছিল, "পরের রাউন্ডে গেলাম। সবার সঙ্গে ওখানে দেখা হবে না! এই ক'দিনের ধারা অনুযায়ী আগামী খেলায় ক্যামেরুনের সমর্থক ওদের দেশের জনসংখ্যা কে ছাড়িয়ে যাবে নিশ্চয়ই!" সেটা নিয়ে এখন আবার বাকিরা কাটাছেঁড়া শুরু করে দিয়েছে বাকিরা। কিছুদিন আগে ব্রাজিলের সমর্থন করে আর্জেন্টিনাকে কটাক্ষ করা সৃজনের ভাইরাল বক্তব্যের পাল্টা আক্রমণের কৌশল সাজানো শুরু হয়েছে বিরোধী শিবিরে।
advertisement
সবাই রাত জেগে খেলা দেখে। সবাই নিজেদের দলের পাশাপাশি প্রতিপক্ষের উপরেও নজর রাখে। খেলা শেষ হলে ফেসবুক জুড়ে শুরু হয় যুদ্ধ। নিজের দলের হয়ে গলা ফাটানো। অপর পক্ষকে টিকা টিপ্পনী, কটাক্ষও চলে অনেক রাত পর্যন্ত। সংগঠনের বাকিরা একে অপরকে সমর্থন বা বিরোধিতা করতে জরো হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেও যুদ্ধ বিরতি নেই বরং পরের ম্যাচে কী হবে তা নিয়ে চলে চর্চা। আবার একে অপরের মুখোমুখি হলে দেখে নেওয়ার হুমকিও চলতে থাকে প্রকাশ্যে।
advertisement
তবে সংগঠনের নেতাদের বক্তব্য, এই যুদ্ধকে শত্রুতা নয় বরং ফুটবলের মাধ্যমে বন্ধুতের বার্তা দেওয়া বোঝাতে চায় তাঁরা। গত শুক্রবার এসএফআইয়ের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে কলকাতার ধর্মতলা থেকে মৌলালি রামলীলা পার্ক পর্যন্ত মিছিলে বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জার্সি পরা হয়েছিল। ধর্ম-বর্ণ-ভাষা সবকিছুর ভেদাভেদের বিরুদ্ধে ঐক্যের বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল সংগঠনের তরফে। যদিও এতকিছুর পরেও ব্রাজিলের হলুদ-সবুজ সমর্থকেরা আসমানি রংটিকে ফুটপাতে এনে নীল-সাদা আর্জেন্টিনার সমর্থকদের কটাক্ষ করেই চলে।
advertisement
UJJAL ROY
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM| FIFA World Cup 2022|| আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স? সৃজন-প্রতীক উর-সায়নদ্বীপ কোন দলের জার্সি পরছেন? গৃহযুদ্ধ CPIM-র অন্দরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement