আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে গাড়ির ধাক্কা, মৃত দুই পুলিশকর্মী, আশঙ্কাজনক ৩
মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে হয়ে গেল মেয়েদের এই ফুটবল প্রতিযোগিতা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে পাঁচথুপি একাদশ ক্লাব। টুর্নামেন্ট শুরু হয় মহিলা ফুটবল ম্যাচ দিয়ে। মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় হাজির ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি শামসের দেওয়ান, অঞ্চল সভাপতি জব্বার হোসেন, পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশবচন্দ্র সাহা সহ এলাকার একাধিক জনপ্রতিনিধি। এদিনের এই ফুটবল খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকায় আট থেকে আশি সব বয়সের মানুষ। ফাইনাল হয় বোলপুর অয়ন প্রদীপ নাইন স্টার বানম কান্দি এমটিএস দলের মধ্যে।
advertisement
প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয় বোলপুর অয়ন প্রদীপ নাইন স্টার। পুরস্কার হিসাবে বিজয়ী দলের হাতে নগদ ৪০,০০০ টাকা ও পরাজিত দলের হাতে নগদ ৩০,০০০ টাকা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এলাকার যুবক-যুবতীদের মাঠমুখী করতে এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছিল। এদিনের এই ফুটবল টুর্নামেন্টে উৎসুক ফুটবল প্রেমীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের আসা, এই সফল ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে অল্প বয়সী ছেলেমেয়েরা এবার আরও বেশি মাঠমুখী হবে।
কৌশিক অধিকারী