TRENDING:

Murshidabad News: শরীর সুস্থ রাখতে ফুটবল পায়ে মাঠ দাপাল মেয়েরা

Last Updated:

শরীর সুস্থ রাখতে মোবাইল ছেড়ে খেলাধুলো করতে হবে। চিকিৎসকের বার্তা মাথায় রেখে দলবেঁধে ফুটবল পায়ে মাঠ দাপাল মেয়েরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বর্তমানে যুব সমাজ ও ছাত্র-ছাত্রীরা মোবাইলেই বুঁদ হয়ে আছে। কিন্তু চিকিৎসকরা বলছেন সুস্থ থাকতে হলে খেলাধুলো করতে হবে, মোবাইল রেখে নিয়মিত মাঠে যেতে হবে। আর তাই শরীর সুস্থ রাখতে ফুটবল পায়ে দল বেঁধে মাঠে দাপালো মেয়েরা।
advertisement

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে গাড়ির ধাক্কা, মৃত দুই পুলিশকর্মী, আশঙ্কাজনক ৩

মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে হয়ে গেল মেয়েদের এই ফুটবল প্রতিযোগিতা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে পাঁচথুপি একাদশ ক্লাব। টুর্নামেন্ট শুরু হয় মহিলা ফুটবল ম্যাচ দিয়ে। মহিলাদের এই ফুটবল প্রতিযোগিতায় হাজির ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি শামসের দেওয়ান, অঞ্চল সভাপতি জব্বার হোসেন, পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশবচন্দ্র সাহা সহ এলাকার একাধিক জনপ্রতিনিধি। এদিনের এই ফুটবল খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকায় আট থেকে আশি সব বয়সের মানুষ। ফাইনাল হয় বোলপুর অয়ন প্রদীপ নাইন স্টার বানম কান্দি এমটিএস দলের মধ্যে।

advertisement

View More

প্রতিযোগিতার ফাইনালে জয়ী হয় বোলপুর অয়ন প্রদীপ নাইন স্টার। পুরস্কার হিসাবে বিজয়ী দলের হাতে নগদ ৪০,০০০ টাকা ও পরাজিত দলের হাতে নগদ ৩০,০০০ টাকা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এলাকার যুবক-যুবতীদের মাঠমুখী করতে এই ফুটবল টুর্নামেন্টে আয়োজন করা হয়েছিল। এদিনের এই ফুটবল টুর্নামেন্টে উৎসুক ফুটবল প্রেমীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের আসা, এই সফল ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে অল্প বয়সী ছেলেমেয়েরা এবার আরও বেশি মাঠমুখী হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: শরীর সুস্থ রাখতে ফুটবল পায়ে মাঠ দাপাল মেয়েরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল