গান করে বর্তমানে নেট দুনিয়াতে (Viral) ভাইরাল নবী শেখ। কিছুদিন আগেই বীরভূমের ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গান করে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন। পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। আজকে শোনাবো গ্রামবাংলারই আর এক যুবকের কথা। তিনি নবী শেখ, পেশায় ফেরিওয়ালা। গ্রামের মাটির বাড়িতে ছোট থেকে বেড়ে ওঠা। প্রিয় গায়ক কুমার শানুর জনপ্রিয় গান করে গ্রামে গ্রামে ফেরি করেন নবী শেখ। আর তার সেই গান ইতি মধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। গ্রামে গ্রামে গান করে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে থাকেন নবী শেখ।
advertisement
তাঁর গান শুনতে হাজির হন গ্রামের বাসিন্দারা। অভাবের তাড়নায় পড়াশোনার পাঠ শেষ হয় ক্লাস সেভেনেই। সংসারের হাল ধরতে রাজমিস্ত্রীর কাজ করেছেন। এখন পাড়ায় পাড়ায় আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেই চলে সংসার । তবে বাইকে করে ফেরির সাথেই নিজের শখকেও বাঁচিয়ে রেখেছেন তিনি ।
মাইক হাতে কখনও কুমার শানু কখনো বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গান গেয়ে অবাক করেছেন এই যুবক।কারো কাছে গান না শিখলেও সুর ও তালে এলাকাবাসীর মন কেড়েছেন নবী। ফেরি করতে করতেই গেয়ে ওঠেন , “চিরদিনই তুমি যে আমার”; আবার কখনও, “ দিল কা আলম ম্যায় ক্যা বাতাউ তুঝে”। তাঁর গানে খুশি পরিবারের সদস্যরা। তাঁরাও চাইছেন তাঁদের নবী শেখ গান করে একদিন প্রতিষ্ঠিত হোক।
কৌশিক অধিকারী