TRENDING:

Viral Video| Nabi Shekh: কুমার শানুর গান গেয়ে ফেরিওয়ালা নবী এখন Super Viral! শুনে নিন 'দিল কা আলাম' গানটি

Last Updated:

Murshidabad News: বাদাম কাকুর পর এবার নবী শেখকে নিয়ে মাতামাতি শুরু নেট দুনিয়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: দিল কা আলম ম্যায় ক্যা বাতাউ তুঝে .... নয়ের দশকের তুমুল জনপ্রিয় এই গান সহ কুমার শানুর একাধিক গান করে নেট মাধ্যমে আপাতত ভাইরাল খড়গ্রামের নবী শেখ। মুর্শিদাবাদ জেলার (Murshidabad district) খড়গ্রাম ব্লকের (Kharagram) অন্তর্গত মহম্মদপুর গ্রাম।এই গ্রামের মটর বাইক গায়ক হিসেবে পরিচিত নবী শেখ।
advertisement

গান করে বর্তমানে নেট দুনিয়াতে (Viral) ভাইরাল নবী শেখ। কিছুদিন আগেই বীরভূমের ভুবন বাদ্যকর কাঁচা বাদাম গান করে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন। পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। আজকে শোনাবো গ্রামবাংলারই আর এক যুবকের কথা। তিনি নবী শেখ, পেশায় ফেরিওয়ালা। গ্রামের মাটির বাড়িতে ছোট থেকে বেড়ে ওঠা। প্রিয় গায়ক কুমার শানুর জনপ্রিয় গান করে গ্রামে গ্রামে ফেরি করেন নবী শেখ। আর তার সেই গান ইতি মধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। গ্রামে গ্রামে গান করে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করে থাকেন নবী শেখ।

advertisement

আরও পড়ুন Sea Beach security| Cyclone control awareness: সমুদ্র উপকূলে ঝড়ঝঞ্ঝা-বড় বিপদের আশঙ্কা! বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ ও সচেতনতা শিবির 

তাঁর গান শুনতে হাজির হন গ্রামের বাসিন্দারা। অভাবের তাড়নায় পড়াশোনার পাঠ শেষ হয় ক্লাস সেভেনেই। সংসারের হাল ধরতে রাজমিস্ত্রীর কাজ করেছেন। এখন পাড়ায় পাড়ায় আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেই চলে সংসার । তবে বাইকে করে ফেরির সাথেই নিজের শখকেও বাঁচিয়ে রেখেছেন তিনি ।

advertisement

View More

মাইক হাতে কখনও কুমার শানু কখনো বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গান গেয়ে অবাক করেছেন এই যুবক।কারো কাছে গান না শিখলেও সুর ও তালে এলাকাবাসীর মন কেড়েছেন নবী। ফেরি করতে করতেই গেয়ে ওঠেন , “চিরদিনই তুমি যে আমার”; আবার কখনও, “ দিল কা আলম ম্যায় ক্যা বাতাউ তুঝে”। তাঁর গানে খুশি পরিবারের সদস্যরা। তাঁরাও চাইছেন তাঁদের নবী শেখ গান করে একদিন প্রতিষ্ঠিত হোক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Viral Video| Nabi Shekh: কুমার শানুর গান গেয়ে ফেরিওয়ালা নবী এখন Super Viral! শুনে নিন 'দিল কা আলাম' গানটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল