জলঙ্গির দেবীপুর গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার অফিসে তালা ঝুলিয়ে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখায়। প্রকাশ্যে গ্রামবাসীদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় পঞ্চায়েতের পক্ষ থেকে গলদ রয়েছে একাধিক। তাই অবিলম্বে নতুন তালিকা প্রকাশের দাবিতে তারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
আরও পড়ুন : মর্মান্তিক! স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গভীর রাতে মোবাইলে কথোপকথনের পরেই কি এই পরিণতি?
advertisement
আরও পড়ুন : রেলে বিপুল চাকরি! ১০ পাস হলেই রয়েছে সুযোগ, জানুন বিশদে
অবিলম্বে সঠিক আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁদের এই বিক্ষোভ চলবে। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জলঙ্গী থানার পুলিশ। যদিও পড়ে জলঙ্গির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে গ্রামবাসীদের বিক্ষোভ ওঠে পঞ্চায়েত ভবন থেকে। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার পর কাজ করতে আসা অন্যান্য সাধারণ মানুষ তীব্র সমস্যায় পড়বে। গ্রামবাসীদের অভিযোগ, যাদের পাকা বাড়ি আছে তাদের এই আবাস যোজনার তালিকাতে নাম রয়েছে। কিন্তু যারা প্রকৃত প্রাপক তাঁদের নাম নেই। অবিলম্বে তালিকা সংশোধনের দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় মঙ্গলবার ।
কৌশিক অধিকারী