আগেই জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার উদ্যোগে ভাগীরথী অর্থাৎ গঙ্গা তীরের সদর ঘাটে, বেনারস ও হরিদ্বারের আদলে সন্ধ্যা হলেই দেখা যাচ্ছে আরতি। জিয়াগঞ্জের পর এবার বহরমপুরে চলছে এই গঙ্গা আরতি। যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষ। বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরের পাশেই বিল ঘাটে এই গঙ্গা আরতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষ্ণুপুর কালীবাড়ি পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদী।
advertisement
আরও পড়ুনঃ ভরতপুরের জজানে দোকান মালিকদের ওপর চড়াও ঘর মালিক! আহত ৫
তবে বর্তমানে বিলের ধারে এই গঙ্গা আরতির ব্যবস্থা গ্রহণ হতেই খুশি এলাকার বাসিন্দারা। একসাথে বসে বিভিন্ন ধর্মের মানুষ যাতে এই সন্ধ্যা আরতি দেখতে পান তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলাতে বাইরে থেকে আসা পর্যটকদের কথা মাথায় রেখেও এই গঙ্গা আরতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যদিও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেইভাবে গঙ্গা আরতি নিয়মিত কোথাও হয়না, তাই মানুষের আবেগ কে প্রাধান্য দিয়ে এই আরতির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী
পাশাপাশি গঙ্গা আরতি হলে এলাকার আর্থিক পরিকাঠামোর উন্নয়ন ঘটবে এবং ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে জানিয়েছেন তাঁরা। মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক নিদর্শন গুলি দেখার পর অনেক পর্যটকদের মনে হত সন্ধ্যার পর কি করবেন। সেই ভাবনাও এই উদ্যোগের পেছনে গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে।
Koushik Adhikary






