কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় কান্দি মহকুমার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ভরতপুর দুই ব্লকে। গত চব্বিশ ঘণ্টায় কান্দি ব্লকে- ৬৪.৬ মিমি, বড়ঞা ব্লকে ৫০.৪ মিমি, খড়গ্রাম ব্লকে ৩৬.৪ ভরতপুর - ১ ব্লকে - ৫৪.৬, ভরতপুর-২ ব্লকে - ১০০.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির ফলে আমন ধানের কোনও ক্ষতি হবে না, বরঞ্চ বাদামি শস্য পোকার আক্রমণ কম হবে। যাতে চাষিরা উপকৃত হবেন। এমনটাই জানিয়েছেন নিউজ 18 লোকালকে যুগ্ম কৃষি অধিকর্তা পরেশ নাথ বল।
advertisement
আরও পড়ুন: স্ত্রীর পরকীয়া সন্দেহ, সবক শেখাতে বোমা ছুড়ল স্বামী! আতঙ্কে রাতজাগা এন্টালি
আরও পড়ুন: সাউদার্ন রেলওয়ের অধীনে মেগা নিয়োগ, রেলে স্বপ্নের চাকরির আবেদন করুন
মূলত, ধান চাষের জন্য বাদামি গাছ ফড়িং একটি মারাত্মক ক্ষতিকর পোকা। এটা এতই ক্ষতিকর যে কখনও কখনও ২/৩ দিনের ভেতর ক্ষেতের সম্পূর্ণ ফসল নষ্ট করে। এটা এত ছোট পোকা যে অনেক ক্ষেত্রে গাছের সমস্তঅংশ পোকা ঘিরে থাকলেও কৃষক বুঝতে পারে না।এটা গাছের গোড়ায় আক্রমণ করে। এটা প্রথমে গাছের রস চুষে খায় অবশেষে গাছটি শুকিয়ে মারা যায়। এই পোকাটি ধানের থোঢ় পর্য্যায় আক্রমণ করে অথবা ধান পাকার কিছু আগে আক্রমণ তীব্র হয়। গাছটি পুড়ে যাওয়ার মত দেখায় যা বাজ পড়ে সম্পূর্ণ গাছ ঝলসে গেছে বলে মনে হয় । তবে এই পোকার আক্রমণ কম হবে এই অসময়ে বৃষ্টির কারণেই ।
কৌশিক অধিকারী।