বিক্রেতারা জানাচ্ছেন, মুর্শিদাবাদ জেলায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার ফলে ছাতা, বর্ষাতি তেমন বিক্রি হচ্ছে না। ছাতা কিছুটা বিক্রি হলেও বর্ষাতি একদমই বিক্রি হয়নি। সাধারণত বর্ষার মরসুমে জেলায় বৃষ্টিপাতের সাথে সাথে ছাতা রেনকোট ব্যাপক হারে বিক্রি হয়। কিন্তু এ বার সেটা হচ্ছে না।
আরও পড়ুন : তাঁর নামেই কলকাতার গুরুত্বপূর্ণ রাজপথের নামকরণ, জন্মভিটেতে দুর্গাপুজো শুরু করেছিলেন স্যর রাসবিহারী ঘোষ
advertisement
আরও পড়ুন : বহরমপুরের বাঁশিওয়ালা, বিহার থেকে নবাবনগরীতে এসে নিজের তৈরি বাঁশি বেচে ও বাজিয়েই কোনওমতে দিন গুজরান
কোভিডের কারণে এমনিতেই গত দু'বছর ছাতার ব্যবসা ভাল হয়নি। তারই মধ্যে এ বছর ছাতার বিক্রি হবে বলে আশা করেছিলেন বিক্রেতারা। কিন্তু সেখানেও বিধি বাম। এ বছর দেখা নেই বৃষ্টির । তবে ভাদ্রের প্রথমেই দক্ষিণবঙ্গ-সহ রাজ্যে বৃষ্টিপাত হতেই আশায় বুক বাঁধছেন বিক্রেতারা। হয়ত এবার ছাতা বিক্রি হতে পারে।





