আরও পড়ুন: তেলতেলে খাসি-ডিম-আলুর মিশেলে নবাবী বিরিয়ানি, ম ম করা গন্ধ-স্বাদে লোভ সামলানো দায়
জানা যায়, সোমবার রাতে মোটরবাইক করে জিয়া হায়দার এবং সুরজ সেখ নামে দুই যুবক একই মোটর বাইক করে পাটকেলডাঙ্গা থেকে ভাবকী মাঠের দিকে আসছিল তাদের ব্যক্তিগত কাজে। আর সেই সময় রাস্তায় একটা ধানবোঝাই গরুরগাড়ি আসছিল। আর তখনই সাগরদীঘির বহিলাপাড়া এলাকায় সেই গরুরগাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে গুরুতর আহত হয় দুই মটর বাইক আরোহী। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকেরা দুইজনকে মৃত বলে ঘোষনা করেন।
advertisement
আরও পড়ুন: কালী পুজোর আগেই সেজে উঠছে এই বিখ্যাত সতীপীঠ! অসংখ্য ভক্তের সমাগম হয় মন্দিরে
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জিয়া হায়দার ও সুরজ সেখ পরিবারের একটি মাত্র করে সন্তান। তারাই ছিল পরিবারের একমাত্র রোজগেরে পুরুষ। তাদের জীবিকা অর্জনের ওপর চলত সংসার। কিন্তু হঠাৎই মর্মান্তিক পথ দুর্ঘটনায় চলে গেল সব কিছু। এই ঘটনার কথা গ্রামে ও বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুইজন মটর বাইক আরোহীর মাথায় হেলমেট না থাকার কারণেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। হেলমেট থাকলে হয়তো প্রাণে বেঁচে যেত দুইজনেই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল মর্গে পাঠিয়েছেন দেহ। মঙ্গলবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।
কৌশিক অধিকারী