Kali Puja 2023: কালী পুজোর আগেই সেজে উঠছে এই বিখ্যাত সতীপীঠ! অসংখ্য ভক্তের সমাগম হয় মন্দিরে
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম বিখ্যাত সতীপীঠ কিরীটেশ্বরী। কালীপুজোর আগেই সেজে উঠছে মন্দির।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে ৫১ সতীপীঠের অন্যতম বিখ্যাত সতীপীঠ কিরীটেশ্বরী মন্দির। মুর্শিদাবাদ জেলার খুব প্রাচীন মন্দির এই কিরীটেশ্বরী মন্দির। মা কিরীটেশ্বরী এখানে দক্ষিণাকালী রূপে পূজিতা হন।ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কীরিটেশ্বরী মন্দির কে দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা দেওয়া হয়েছে। কালীপুজোর আগেই সেজে উঠছে মুর্শিদাবাদ জেলার অন্যতম বিখ্যাত স্থান ৫১পীঠের সতীপীঠ।
কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত আছে। ১১০৪ বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানি ভবানী। পরবর্তী সময়ে মহারাজা রাও যোগেন্দ্রনারায়ণ রায় ১৩৩৭ বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। তবে যোগেন্দ্রনারায়ণ রায়ের সময়ের যে তথ্য পাওয়া গেছে তাতে পুনঃ সংস্কারের কথা উল্লেখ রয়েছে।
advertisement
advertisement
সেক্ষেত্রে তার আগে আরও কেউ এই মন্দিরের সংস্কার করেছেন বলেই মনে করা হয়। তবে এই পর্যটক গ্রামকে কেন্দ্রীয় সরকার বিবেচিত করার কারণে আগামী দিনে পর্যটকদের সংখ্যা যেমন বৃদ্ধি হবে ঠিক তেমনই আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলেই আশাবাদী সকলে। যদিও কালীপুজো উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় মন্দিরে বলেই আশাবাদী মন্দির কর্তৃপক্ষ।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 1:38 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Kali Puja 2023: কালী পুজোর আগেই সেজে উঠছে এই বিখ্যাত সতীপীঠ! অসংখ্য ভক্তের সমাগম হয় মন্দিরে