Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুরে! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বাস, আহত বহু

Last Updated:

বেহালায় ফের দুর্ঘটনা। বেহালা চৌরাস্তায় ফের দুর্ঘটনা। বেহালায় লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর স্মৃতি এখনও তাজা। তার কয়েক মাসের মধ্যেই  সোমবার আবার ঠাকুরপুকুর 3a বাস স্ট্যান্ডের কাছে দুটি বাসের মধ্যে ধাক্কা।

বেহালা: বেহালায় ফের দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি যাত্রীবাহী বাস, ডিভাইডারে ওঠে যায়। তার পিছনে থাকা বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসে ধাক্কা মারে। রাস্তার ধারেই বসেছিলেন এক ফল ব্যবসায়ী। বাসের ধাক্কায় আহত হন তিনিও। আশঙ্কাজনক অবস্থা তাঁর। আহত বহু যাত্রী।
দুটি বাসেরই সামনের অংশ একেবারে ভেঙে-দুমড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের একসঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
advertisement
ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দু’টি গাড়িতে। সল্টলেক-আমতলা রুটের বাস ছিল সেটি। এই বাসের ধাক্কায় আহত হয় একাধিক মানুষজন। বেহালায় লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর স্মৃতি এখনও তাজা। তার কয়েক মাসের মধ্যেই  সোমবার আবার ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ডের কাছে দুটি বাসের মধ্যে ধাক্কা। সবটা মিলিয়ে প্রবল চাঞ্চল্য এলাকায়।
advertisement
প্রসঙ্গত, বেহালায় কয়েক মাস আগেই লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু হয়।  সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পড়ুয়ার বাবা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা। অভিভাবকের সঙ্গে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল ওই স্কুল পড়ুয়া। দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছিল সে। সেসময় মাটি বোঝাই একটি লরি তাঁদের ধাক্কা মারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুরে! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বাস, আহত বহু
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement