Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা বেহালার ঠাকুরপুকুরে! নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বাস, আহত বহু
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বেহালায় ফের দুর্ঘটনা। বেহালা চৌরাস্তায় ফের দুর্ঘটনা। বেহালায় লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর স্মৃতি এখনও তাজা। তার কয়েক মাসের মধ্যেই সোমবার আবার ঠাকুরপুকুর 3a বাস স্ট্যান্ডের কাছে দুটি বাসের মধ্যে ধাক্কা।
বেহালা: বেহালায় ফের দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি যাত্রীবাহী বাস, ডিভাইডারে ওঠে যায়। তার পিছনে থাকা বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসে ধাক্কা মারে। রাস্তার ধারেই বসেছিলেন এক ফল ব্যবসায়ী। বাসের ধাক্কায় আহত হন তিনিও। আশঙ্কাজনক অবস্থা তাঁর। আহত বহু যাত্রী।
দুটি বাসেরই সামনের অংশ একেবারে ভেঙে-দুমড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের একসঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
advertisement
ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দু’টি গাড়িতে। সল্টলেক-আমতলা রুটের বাস ছিল সেটি। এই বাসের ধাক্কায় আহত হয় একাধিক মানুষজন। বেহালায় লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যুর স্মৃতি এখনও তাজা। তার কয়েক মাসের মধ্যেই সোমবার আবার ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ডের কাছে দুটি বাসের মধ্যে ধাক্কা। সবটা মিলিয়ে প্রবল চাঞ্চল্য এলাকায়।
advertisement
প্রসঙ্গত, বেহালায় কয়েক মাস আগেই লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পড়ুয়ার বাবা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা। অভিভাবকের সঙ্গে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল ওই স্কুল পড়ুয়া। দ্বিতীয় শ্রেণির পড়ুয়া ছিল সে। সেসময় মাটি বোঝাই একটি লরি তাঁদের ধাক্কা মারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 06, 2023 11:47 AM IST