Indian Railway: ম্যারাথন দৌড়ের আসর উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্পূর্ণ হল নর্থইস্ট হাফ মারাথনের তৃতীয় পর্যায়। উত্তর-পূর্ব ভারতে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে ও বিকাশের লক্ষ্যে সমগ্র উত্তর-পূর্ব ভারতে ম্যারাথনের সিরিজ হিসেবে এই নর্থইস্ট হাফ ম্যারাথন করা হয়।

গুজরাত: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্পূর্ণ হল নর্থইস্ট হাফ মারাথনের তৃতীয় পর্যায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক, পিএসইউ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বগিবিল সেতু, ডিব্রুগড়ে ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রমিক ও কর্মসংস্থান বিভাগের মাননীয় রাজ্যমন্ত্রী শ্রী রামেশ্বর তেলির দ্বারা অয়েল ইন্ডিয়া-উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নর্থ-ইস্ট হাফ মারাথনের ফ্ল্যাগ অফ করা হয়।
এই ইভেন্টে স্থানীয় ও জাতীয় স্তর থেকে অনেকে অংশগ্রহণ করেন। অয়েল ইন্ডিয়া-উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নর্থ-ইস্ট হাফ মারাথন, ডিব্রুগড়কে সমর্থন জানিয়েছিল অয়েল ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রেলটেল, প্লাজার, এলঅ্যান্ডটি, এসএআই, অসম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, অসম পুলিশ ও বিক্রান ফাউন্ডেশ এবং অন্যান্যরা।
advertisement
advertisement
বিজয়ীদের মধ্যে ৬.৫ লক্ষ টাকা মূল্যের পুরস্কার বিতরণ করা হয়।আন্তর্জাতিক স্তরে প্রশংসিত কিউরেটর শ্রী রাহুল বালি এই অনুষ্ঠান পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা পুরুষ ও মহিলাদের জন্য ২১ কিমি, ১০ কিমি ও ৫ কিমি দৌড়ে প্রতিযোগিতা করেন। ২১ কিমি লম্বা হাফ মারাথনে দৌড়বিদ ত্রিলোক কেআর ০১:০৮:৪৪ সময়ের মধ্যে দৌড় শেষ করে পুরুষদের দৌড়ে জয় লাভ করেন এবং অন্যদিকে ০১:৩৭:০৫ সময়ের মধ্যে দৌড় শেষ করে মহিলাদের দৌড়ে জয় লাভ করেন নদিয়া পাটর। পুরুষদের মধ্যে মনবী সিনহা ০১:১০:০৪ সময়ের মধ্যে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান লাভ করেন অন্যদিকে মহিলাদের মধ্যে মায়া মেধি ০১:৪০:২০ সময়ের মধ্যে শেষ করে দ্বিতীয় স্থান লাভ করেছেন।
advertisement
উভয় ক্যাটাগরির জন্য ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি দৌড়ে বিজয়ীদের নগদ টাকা, মেডেল এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। উত্তর-পূর্ব ভারতে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে ও বিকাশের লক্ষ্যে সমগ্র উত্তর-পূর্ব ভারতে ম্যারাথনের সিরিজ হিসেবে এই নর্থইস্ট হাফ ম্যারাথন করা হয়। পরিকল্পিত সিরিজের প্রথম ম্যারাথন ৫ ফেব্রুয়ারি, ২০২৩-এ মালিগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছিল, দ্বিতীয় ইভেন্ট ২৬ ফেব্রুয়ারি ২০২৩-এ  দার্জিলিং-এ অনুষ্ঠিত হয়। উত্তর পূর্ব ভারতে ক্রীড়া সংস্কৃতির উন্নয়েনর জন্য অদূর ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: ম্যারাথন দৌড়ের আসর উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement