Indian Railway: ম্যারাথন দৌড়ের আসর উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্পূর্ণ হল নর্থইস্ট হাফ মারাথনের তৃতীয় পর্যায়। উত্তর-পূর্ব ভারতে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে ও বিকাশের লক্ষ্যে সমগ্র উত্তর-পূর্ব ভারতে ম্যারাথনের সিরিজ হিসেবে এই নর্থইস্ট হাফ ম্যারাথন করা হয়।

গুজরাত: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্পূর্ণ হল নর্থইস্ট হাফ মারাথনের তৃতীয় পর্যায়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব ও জেলা প্রশাসনের একাধিক আধিকারিক, পিএসইউ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বগিবিল সেতু, ডিব্রুগড়ে ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং শ্রমিক ও কর্মসংস্থান বিভাগের মাননীয় রাজ্যমন্ত্রী শ্রী রামেশ্বর তেলির দ্বারা অয়েল ইন্ডিয়া-উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নর্থ-ইস্ট হাফ মারাথনের ফ্ল্যাগ অফ করা হয়।
এই ইভেন্টে স্থানীয় ও জাতীয় স্তর থেকে অনেকে অংশগ্রহণ করেন। অয়েল ইন্ডিয়া-উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নর্থ-ইস্ট হাফ মারাথন, ডিব্রুগড়কে সমর্থন জানিয়েছিল অয়েল ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রেলটেল, প্লাজার, এলঅ্যান্ডটি, এসএআই, অসম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন, অসম পুলিশ ও বিক্রান ফাউন্ডেশ এবং অন্যান্যরা।
advertisement
advertisement
বিজয়ীদের মধ্যে ৬.৫ লক্ষ টাকা মূল্যের পুরস্কার বিতরণ করা হয়।আন্তর্জাতিক স্তরে প্রশংসিত কিউরেটর শ্রী রাহুল বালি এই অনুষ্ঠান পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা পুরুষ ও মহিলাদের জন্য ২১ কিমি, ১০ কিমি ও ৫ কিমি দৌড়ে প্রতিযোগিতা করেন। ২১ কিমি লম্বা হাফ মারাথনে দৌড়বিদ ত্রিলোক কেআর ০১:০৮:৪৪ সময়ের মধ্যে দৌড় শেষ করে পুরুষদের দৌড়ে জয় লাভ করেন এবং অন্যদিকে ০১:৩৭:০৫ সময়ের মধ্যে দৌড় শেষ করে মহিলাদের দৌড়ে জয় লাভ করেন নদিয়া পাটর। পুরুষদের মধ্যে মনবী সিনহা ০১:১০:০৪ সময়ের মধ্যে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান লাভ করেন অন্যদিকে মহিলাদের মধ্যে মায়া মেধি ০১:৪০:২০ সময়ের মধ্যে শেষ করে দ্বিতীয় স্থান লাভ করেছেন।
advertisement
উভয় ক্যাটাগরির জন্য ২১ কিমি, ১০ কিমি এবং ৫ কিমি দৌড়ে বিজয়ীদের নগদ টাকা, মেডেল এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। উত্তর-পূর্ব ভারতে ক্রীড়াবিদদের উৎসাহ দিতে ও বিকাশের লক্ষ্যে সমগ্র উত্তর-পূর্ব ভারতে ম্যারাথনের সিরিজ হিসেবে এই নর্থইস্ট হাফ ম্যারাথন করা হয়। পরিকল্পিত সিরিজের প্রথম ম্যারাথন ৫ ফেব্রুয়ারি, ২০২৩-এ মালিগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছিল, দ্বিতীয় ইভেন্ট ২৬ ফেব্রুয়ারি ২০২৩-এ  দার্জিলিং-এ অনুষ্ঠিত হয়। উত্তর পূর্ব ভারতে ক্রীড়া সংস্কৃতির উন্নয়েনর জন্য অদূর ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: ম্যারাথন দৌড়ের আসর উত্তর-পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement