Alipurduar News: ভোরে এল আগন্তুক! বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি উঠোনেই সারল শৌচকর্ম, কেন এমন কাণ্ড
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
- Published by:Sayani Rana
Last Updated:
ভোরে হাতি ভাঙচুর চালায় ঘরে। বাড়ির উঠোনে শৌচকর্মও করে যায়। এই হাতিটি ভোরের দিকেই এলাকায় প্রবেশ করে বলে জানা যায়। বুনো হাতি হানা দিয়ে ভেঙ্গে দিয়েছে দুটি ঘর।
আলিপুরদুয়ার: ভোরে হাতি ভাঙচুর চালায় ঘরে। বাড়ির উঠোনে শৌচকর্মও করে যায়। এই হাতিটি ভোরের দিকেই এলাকায় প্রবেশ করে বলে জানা যায়। বুনো হাতি হানা দিয়ে ভেঙ্গে দিয়েছে দুটি ঘর। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া চা বাগানের নয়ালাইন এলাকার।
রবিবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে এলাকায় তাণ্ডব চালায়।বুনো হাতিটি এলাকার বাসিন্দাদের সুপরি বাগান তছনছ করে দেয়। এলাকার বাসিন্দা হীরা খাপাঙ্গি ও জুনু খাপাঙ্গির ঘর ভেঙ্গে দেয়।
advertisement
advertisement
অনেক কষ্টে জুনু খাপাঙ্গি একমাস আগেই পাকা ঘর তৈরি করেছিলেন। সেই ঘর পুরোপুরি ভেঙ্গে দেয় বুনো হাতিটি। এছাড়া একটি কাঁচা ঘর পুরোপুরি ভেঙ্গে দেয়। এই বিষয়ে জুনু খাপাঙ্গি জানান, “সুপারি বিক্রি করে টাকা জমিয়ে একটি পাকা ঘর তৈরি করেছিলাম। রোজ আসছে হাতি। যে ভয় পেয়েছিলাম সেটা হল। ঘর ভেঙে দিল।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন পরিদর্শনে। ক্ষতিপূরণের বিষয়ে আশ্বাস দিয়েছেন তাঁরা।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 05, 2023 1:58 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ভোরে এল আগন্তুক! বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি উঠোনেই সারল শৌচকর্ম, কেন এমন কাণ্ড










