North Dinajpur News: সংঘাতিক এই প্রাণীর কামড়ে আহত ১০! আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ কালিয়াগঞ্জের একাধিক গ্রামবাসী। দিনের আলো নেভার আগেই গ্রামগুলোয় হানা দিচ্ছে শিয়ালবাহিনী।
উত্তর দিনাজপুর: শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ কালিয়াগঞ্জের একাধিক গ্রামবাসী। দিনের আলো নেভার আগেই গ্রামগুলোয় হানা দিচ্ছে শিয়ালবাহিনী। খাবার পেলে তা তুলে নিয়ে যাচ্ছে, এমনকী সামনে মানুষ এলে কামড়েও দিচ্ছে। বুধবার রাতে কালিয়াগঞ্জে শিয়ালের কামড়ে আহত হয় প্রায় ১০ জন।
ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব আনাউন গ্রামে। উল্লেখ্য, ঠান্ডা পড়তেই শুরু শিয়ালের উপদ্রব। জঙ্গল থেকে বেড়িয়ে গ্রামে ঢুকে এদিন একাধিক গ্রামবাসীকে কামড় দেয় শিয়াল।এদিন শিয়ালের কামড়ের ঘটনায় আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, বুধবার সন্ধ্যায় শিয়ালটি প্রথমে একটি বাচ্চার ওপর হামলা করে। তাকে বাঁচাতে গেলে শিয়ালটি বাকিদের উপরও হামলা করে। এদিন ১০ জন আহত হয় এই শিয়ালের কামড়ে। আপাতত শিয়ালের হাত থেকে নিষ্কৃতির পথ খুঁজছেন সকলে। এ ঘটনায় আতঙ্কিত গ্রামের মানুষ।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2023 5:14 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: সংঘাতিক এই প্রাণীর কামড়ে আহত ১০! আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা