Chhath puja 2023: নদীর ঘাটে হানা দিচ্ছে হাতির দল! ছট পুজো নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
ছটপুজোর প্রস্তুতি শুরু হয়েছে কালচিনি ব্লক জুড়ে। তবে বাসরা নদীর ঘাটে যখন-তখন দেখা মিলছে হাতির। যা নিয়ে উদ্বিগ্ন পুজো কমিটির সদস্যরা।
আলিপুরদুয়ার: ছটপুজোর প্রস্তুতি শুরু হয়েছে কালচিনি ব্লক জুড়ে। তবে বাসরা নদীর ঘাটে যখন-তখন দেখা মিলছে হাতির। যা নিয়ে উদ্বিগ্ন পুজো কমিটির সদস্যরা। দুর্গাপূজা শেষ হতে না হতেই ডুয়ার্সে ছট পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অবাঙালিদের অন্যতম বড় উৎসব এই ছট পুজো।
যা প্রতিবছরই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে জাকজমকপূর্ণভাবে পালিত হয়। ইতিমধ্যেই ডুয়ার্সের কালচিনি ব্লকে শুরু হয়ে গিয়েছে ছট পুজোর প্রস্তুতি। কালচিনির সাবিত্রী ভবন ধর্মশালায় কালচিনি ছট পুজো বাসরাঘাট সেবা সমিতির পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
advertisement
advertisement
এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা করা হয়। প্রসঙ্গত ডুয়ার্সের অন্যতম বিগ বাজেটের ছট পুজোর আয়জন করা হয় কালচিনি ব্লকের এই বাসরা ঘাটে। পুরো ঘাটকে আলোয় সাজিয়ে তোলা হয়। তবে এবছর সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করতে পারে বুনো হাতি। কারণ বাসরা নদীর ঘাটে মাঝেমধ্যেই দেখা মিলছে হাতির দলটিকে।
advertisement
ছটপুজো কমিটির পক্ষ চঞ্চল দাস গিয়েছে, “এই ঘাটে প্রতিবছর ছট পুজোর আয়োজন করে থাকি আমরা। পুরো ঘাটটি সাজান হয়। আগের থেকেই ব্রতীরা ঘাটে নিজেদের জায়গা স্থায়ী করে রাখেন। এবারে নদী থেকে ৩০০ মিটারের দুরত্ব বজায় রেখে ছট পুজোর মন্ডপ তৈরি করা হবে। যাতে বন্যপ্রাণীদের থেকে ব্রতীদের সুরক্ষিত রাখা যায়।”
advertisement
ছটপুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন করা হয়। আর এই ছট পুজোকে সকল সম্প্রদায়ের মেল বন্ধনের একটি উৎসও বলা হয়। ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে নানা ভাষাভাষীর মানুষ ছট পুজোয় সময় এই বাসরা ঘাটে উপস্থিত হন।তবে ছটপুজো কমিটির পক্ষ থেকে বনদফতরের কাছে টহলদারির আবেদন জানানো হয়েছে।
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 8:07 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Chhath puja 2023: নদীর ঘাটে হানা দিচ্ছে হাতির দল! ছট পুজো নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা