‍Jalpaiguri News: শীতের আমেজে উত্তরবঙ্গের বাজার কাঁপাচ্ছে বিদেশি কমলা লেবু! দাম শুনলে অবাক হবেন

Last Updated:

জলপাইগুড়ির একটি বাজারেও দেখা নেই দার্জিলিং-এর কমলার। নাগপুর আর ভুটানের লেবুই বাজারে বিকোচ্ছে দেদার।

+
title=

জলপাইগুড়ি: উত্তরে হালকা শীতের আমেজ পড়তেই বাজারগুলোতে ছেয়ে গিয়েছে শীতের ফল কমলালেবুর। বাদ নেই জলপাইগুড়ি জেলাও। সন্ধ্যে নামলেই ফুরফুরে ঠান্ডা হিমেল বাতাস, শীতের আগমনের বার্তা দিচ্ছে। আর শীত মানেই দুপুরে খাওয়া দাওয়ার পর রোদ পোহাতে পোহাতে স্বাস্থ্যগুণে ভরপুর কমলা লেবু খাওয়ার আনন্দ।
তবে এবারেও কমলাপ্রেমীদের ভরসা সেই ভুটান আর নাগপুরের লেবু। জলপাইগুড়ির একটি বাজারেও দেখা নেই দার্জিলিং-এর কমলার। নাগপুর আর ভুটানের লেবুই বাজারে বিকোচ্ছে দেদার। খেতেও যেমন মিষ্টি, দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে।
advertisement
আবহাওয়ায় দফতরের পূর্বাভাস কয়েক দিনের মধ্যেই পরিবর্তন হবে তাপমাত্রার। তবে এই মুহূর্তে চিরাচরিত দার্জিলিংয়ের কমলা লেবুর দেখা না পাওয়ায় অগত্যা সেই নাগপুরেরই জয়জয়কার। তার সঙ্গে পাল্লা দিচ্ছে ভুটানের কমলাও। এই দুই জায়গায় কমলালেবু খেতেও ভাল, দামও মাত্র ৫ টাকা করে। আকারে যেগুলো বড় সেগুলির দাম মাত্র ১০ টাকা।
advertisement
কমলালেবুর গুণও আছে অনেক। কমলালেবুতে থাকা  ভিটামিন C শরীরের রোগ প্রতিরোষ ক্ষমতা বাড়ায়। আবার অন্যদিকে, কমলালেবু বা মৌসাম্বির মতো সাইট্রাস ফলগুলি ডায়াবেটিক রোগীদের জন্যেও অত্যন্ত উপকারী। তাই ফাইবার, ভিটামিন C এবং পটাশিয়াম সমৃদ্ধ কমলালেবু থাকতেই পারে মধুমেহ রোগীদের খাদ্য তালিকাতেও।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
‍Jalpaiguri News: শীতের আমেজে উত্তরবঙ্গের বাজার কাঁপাচ্ছে বিদেশি কমলা লেবু! দাম শুনলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement