TRENDING:

Murshidabad News: গঙ্গায় স্নান করতে নেমেই সর্বনাশ! দুই যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকায়

Last Updated:

সামসেরগঞ্জের ধূলিয়ানে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক, ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ সামসেরগঞ্জের ধূলিয়ানে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক, ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।
গঙ্গায় স্নান করতে নেমেই সর্বনাশ! দুই যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকায়
গঙ্গায় স্নান করতে নেমেই সর্বনাশ! দুই যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকায়
advertisement

জানা যায়, রবিবার সকালে কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষীনগরে।

স্থানীয় সুত্রে জানা যায়, তলিয়ে যাওয়া দুই যুবকের নাম মোবারক হোসেন(১৮) এবং আল খাপিস (১৭)। উভয়ের বাড়ি ধুলিয়ানের গাজিনগরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ থানার পুলিশ এবং ডুবুরি টিম। আজ সকালে গাজিনগর থেকে সহকর্মীদের সঙ্গে ঢালাই এর কাজের জন্য লক্ষীনগর আসেন দুই যুবক। কিন্তু একটি বাড়িতে ঢালাই শুরু করার আগেই সাতজন বন্ধু মিলে পাশের গঙ্গায় স্মান করতে নামে। ঠিক তখন ঘটে দুর্ঘটনা বলে জানা গিয়েছে। অসাবধানতাবশত মুহূর্তেই তলিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে গঙ্গার তীরে ভিড় জমান সাধারণ মানুষ। ছুটে আসেন পরিবারের লোকজন। গঙ্গায় দুই যুবকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। ছুটে আসে ডুবুরি টিমও। দুই যুবকের গঙ্গায় তলিয়ে যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

View More

অন্যদিকে, গত চব্বিশ ঘন্টা আগে ফরাক্কাতে গঙ্গায় তলিয়ে যায় এক কিশোর। একসঙ্গে কয়েকটি বন্ধু মিলে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল ওই কিশোর। ঘটনাটি ঘটে শনিবার মুর্শিদাবাদে ফরাক্কার বল্লালপুর ফিডার ক্যানেলের ঘাটে। পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ কিশোরের নাম আতিক হাসান (৯)। বাড়ি ফরাক্কার বল্লালপুরে।

advertisement

আরও পড়ুন: মায়ের আরাধনায় দূর হয় অন্ধত্ব! হাজার বছরের পুরনো মন্দিরে নববর্ষে ভক্তদের ঢল

স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকজন কিশোর মিলে শনিবার দুপুর নাগাদ ফিডার ক্যানেলের গঙ্গায় স্নান করতে যায়। সেই সময় আতিক হাসান ফিডার ক্যানেলের গঙ্গায় তলিয়ে যায়। তাকে কয়েকজন কিশোর মিলে জল থেকে টেনে তুলতে চেষ্টা করলেও শেষমেশ ব‍্যর্থ হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে আসে। তবে গত চব্বিশ ঘন্টায় পরপর তিনজনের তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গঙ্গায় স্নান করতে নেমেই সর্বনাশ! দুই যুবকের মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল