শুক্রবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে ও গোটা গ্রাম জুড়ে। জানা গিয়েছে, দুই মেলা কর্মী বৃহস্পতিবার রাতে মটর বাইক নিয়ে ফিরছিল তখনই একটি লরি এসে ধাক্কা মারলে গুরুতর আহত হন। স্হানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ ফরাক্কা ব্যারেজ দিয়ে সড়ক পথে যেতে গেলে সময় নিয়ে যান! কারণ কি?
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদে। চলন্ত বাস থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা নটা নাগাদ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ সুত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মোস্তাক আহমেদ (৫০)। বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার সংগ্রামপুর। তবে বর্তমানে সরকারী ভাবে পথ নিরাপত্তা সপ্তাহ নিয়ে প্রচার করা হলেও মটর বাইক দুর্ঘটনা যেন বেড়েই চলেছে গোটা জেলা জুড়ে। কোল খালি হচ্ছে পরিবারের।
Koushik Adhikary