শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ থানার (Raghunathganj police) অন্তর্গত কাটাখালি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫০০ টাকা নোটের জাল নোট উদ্ধার (Fake note recovery) করা হয়েছে। মোট ৯৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃত দুইজনকে শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়ে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলা জুড়ে পালিত বিদ্যাসাগরের প্রয়াণ দিবস
advertisement
কি কারণে এই জাল নোট নিয়ে আসা হচ্ছিল তার ও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ২০১৬সালে নোট বন্দি হলেও, জাল নোটের কারবার বন্ধ হয়নি। মুলত মালদা ও মুর্শিদাবাদ জেলাতে এই জাল নোটের রমরমা কারবার। আর তাতেই চিন্তিত পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ কুলি বাদশাহী সড়কে মরণ ফাঁদ! সমস্যায় সাধারণ মানুষ
যদিও পুলিশের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে আগেই। ফের আবারও জাল নোট উদ্ধারের ঘটনায় চিন্তিত জেলা পুলিশ। ধৃত দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
KOUSHIK ADHIKARY