TRENDING:

Murshidabad News: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনার পদক জয় জেলার দুই কন্যার

Last Updated:

দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আয়োজিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় মুর্শিদাবাদের দুই মেয়ে প্রথম স্থান অধিকার করে জিতল সোনা। তার সঙ্গে তারা একটি করে ব্রোঞ্জও জিতেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল মুর্শিদাবাদের দুই মেয়ে। গত ৪ই থেকে ৬ই আগস্ট পর্যন্ত দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সিরিজ ওয়ান। এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলংকা মোট পাঁচটি দেশের প্রতিযোগীরা।
advertisement

আন্তর্জাতিক স্তরে মুর্শিদাবাদের দুই মেয়ে প্রথম স্থান অধিকার করে জিতল সোনা। জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও আজিমগঞ্জের বাসিন্দা তিতলি হালদার এবং লালবাগের কুতুবপুরের চতুর্থ শ্রেণীর ছাত্রী সোয়া খাতুন, দুজনে দুটি বিভাগের একটিতে সোনা এবং অন্যটিতে ব্রোঞ্জ জিতেছে। ইতি মধ্যেই তারা বাড়ি ফেরার পর তাদের পরিবার জুড়ে বইছে খুশির হাওয়া।

advertisement

আরও পড়ুন ঃ বাজারে কাঁপাতে ঢুকল পদ্মার তাজা ইলিশ! দামও হাতের নাগালে, কোন বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে?

অন্যদিকে, তাদের দুজনেরই ক্যারাটে প্রশিক্ষক ফজর শেখ বলেন, ‘তারা নিজেরা তৈরি করেছে নিজেদের, তাই তারা আজ সফল। তাদের মতো চেষ্টা করলে সবাই সাফল্য পাবে।’ অন্যদিকে, তিতলি হালদারের বাবা জ্ঞাননান্দ হালদার বলেন, ‘আমার মেয়ে উচ্চতার শিখরে পৌঁছাতে পারলে অন্যরাও পারবে। তাই প্রতিটি অভিভাবকদের উচিত প্রশিক্ষণ করানো।’ জানা গিয়েছে, আজিমগঞ্জের তিতলি হালদার কাতাতে সোনা জেতে এবং কুমিত্তে বা ফাইটে ব্রোঞ্জ। তার ভবিষ্যতে ডিফেন্সে কাজ করার ইচ্ছা রয়েছে।

advertisement

অপরদিকে লালবাগের কুতুবপুরের চতুর্থ শ্রেণীর ছাত্রী সোয়া খাতুন কাতাতে ব্রোঞ্জ এবং কুমিত্তে বা ফাইটে সোনা জিতেছে। তার ইচ্ছা সে আর্মিতে কাজ করবে। মুর্শিদাবাদের দুই মেয়ের সাফল্যে গর্বিত সমগ্র মুর্শিদাবাদ জেলাবাসী। দুজনের সাফল্যে খুশি তাদের পরিবার এবং প্রশিক্ষক ফজর শেখ সহ সকলেই।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সোনার পদক জয় জেলার দুই কন্যার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল