আন্তর্জাতিক স্তরে মুর্শিদাবাদের দুই মেয়ে প্রথম স্থান অধিকার করে জিতল সোনা। জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও আজিমগঞ্জের বাসিন্দা তিতলি হালদার এবং লালবাগের কুতুবপুরের চতুর্থ শ্রেণীর ছাত্রী সোয়া খাতুন, দুজনে দুটি বিভাগের একটিতে সোনা এবং অন্যটিতে ব্রোঞ্জ জিতেছে। ইতি মধ্যেই তারা বাড়ি ফেরার পর তাদের পরিবার জুড়ে বইছে খুশির হাওয়া।
advertisement
আরও পড়ুন ঃ বাজারে কাঁপাতে ঢুকল পদ্মার তাজা ইলিশ! দামও হাতের নাগালে, কোন বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে?
অন্যদিকে, তাদের দুজনেরই ক্যারাটে প্রশিক্ষক ফজর শেখ বলেন, ‘তারা নিজেরা তৈরি করেছে নিজেদের, তাই তারা আজ সফল। তাদের মতো চেষ্টা করলে সবাই সাফল্য পাবে।’ অন্যদিকে, তিতলি হালদারের বাবা জ্ঞাননান্দ হালদার বলেন, ‘আমার মেয়ে উচ্চতার শিখরে পৌঁছাতে পারলে অন্যরাও পারবে। তাই প্রতিটি অভিভাবকদের উচিত প্রশিক্ষণ করানো।’ জানা গিয়েছে, আজিমগঞ্জের তিতলি হালদার কাতাতে সোনা জেতে এবং কুমিত্তে বা ফাইটে ব্রোঞ্জ। তার ভবিষ্যতে ডিফেন্সে কাজ করার ইচ্ছা রয়েছে।
অপরদিকে লালবাগের কুতুবপুরের চতুর্থ শ্রেণীর ছাত্রী সোয়া খাতুন কাতাতে ব্রোঞ্জ এবং কুমিত্তে বা ফাইটে সোনা জিতেছে। তার ইচ্ছা সে আর্মিতে কাজ করবে। মুর্শিদাবাদের দুই মেয়ের সাফল্যে গর্বিত সমগ্র মুর্শিদাবাদ জেলাবাসী। দুজনের সাফল্যে খুশি তাদের পরিবার এবং প্রশিক্ষক ফজর শেখ সহ সকলেই।
কৌশিক অধিকারী