Padma Ilish Price : বাজারে কাঁপাতে ঢুকল পদ্মার তাজা ইলিশ! দামও হাতের নাগালে, কোন বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে?

Last Updated:

Padma Ilish Price: এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। এতটা কম দামে ইলিশ এবার বাজারে পাওয়া যাচ্ছে যে অনেকেই এত কমে হয়তো ইলিশ আগে কখনই ক্রয় করেননি। 

+
ইলিশ

ইলিশ মাছ। ফাইল ছবি।

বহরমপুর: হঠাৎ করেই বাঙালিদের জন্য এসেছে সুখবর। কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে পাতে যদি ইলিশ হয় তাহলে তো আর কোনও কথাই নেই। এই মরশুমে বাজারে পাওয়া যাচ্ছে সস্তায় ইলিশ। এতটা কম দামে ইলিশ এ বার বাজারে পাওয়া যাচ্ছে, অনেকেই এত কমে হয়তো ইলিশ আগে কখনই কেনেননি।
প্রথম দিকে বৃষ্টি কম হলেও বর্তমানে বর্ষার মাঝামাঝি সময় থেকেই একটু একটু করে বদলেছে ইলিশের মরশুম আর বাজার-দর। ইলিশে গুঁড়ি আর পুবালি হাওয়ার দোসর হয়ে এসেছে ইলিশের জোয়ার। মৎস্যজীবীদের একাংশের দাবি, এ বছর আগের বারের তুলনায় ইলিশের জোগান বেড়েছে প্রায় পাঁচগুণ। এমনকি দুই বাংলাতেই ইলিশের দাম কমেছে। এমনই এক চিত্র ধরা পড়েছে মুর্শিদাবাদের বহরমপুর বাজারে।
advertisement
advertisement
বহরমপুরের মৎস্য ব্যবসায়ী স্বপন সরকার জানান, ওড়িশা থেকে শুরু করে দিঘা মোহনা, মুম্বই ও গুজরাটের ইলিশ মাছের যোগান এ বার যথেষ্ট বেড়েছে। তাই বাঙালির পাতে তাদের প্রিয় ইলিশ মাছটাও খুব সহজেই উঠছে। বাজারে এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত ইলিশ মাছ ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৩০০ থেকে ইলিশ ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ বদলাচ্ছে আবহাওয়া! প্রবল ঝড়বৃষ্টির তাণ্ডব, কলকাতা-সহ ১৫ জেলায় হলুদ সতর্কতা জারি
বাজারে ক্রেতা জানান, তাঁদের প্রিয় মাছ এখন বাজারে ব্যাপক হারে পাওয়া যাচ্ছে, তাই প্রায়ই মেনুতে থাকছে ইলিশ। তাই এখন শুধু ইলিশ আর ইলিশ খান। বাকি সব মাছ ভুলে যান।
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Padma Ilish Price : বাজারে কাঁপাতে ঢুকল পদ্মার তাজা ইলিশ! দামও হাতের নাগালে, কোন বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement