মঙ্গলবার সকালে বহরমপুরের খাগড়া রেল স্টেশনের কাছে শিয়ালমাড়া এলাকায় পথ দুর্ঘটনায় এই দুই শিশুর মৃত্যু হয়। তারা দু’জনেই স্থানীয় শিয়ালমাড়া নতুনপাড়া গ্রামের বাসিন্দা। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বহরমপুর থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠায়। একসঙ্গে পাড়ার পাড়ার দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।
advertisement
আরও পড়ুন: কাঁথির মহকুমাশাসকের সদ্য প্রাক্তন দেহরক্ষীর দেহ উদ্ধার
এদিকে কান্দিতে ইট বোঝাই ট্রাক্টর ও মাছ ভর্তি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হল দু’জন। এক ঘণ্টার চেষ্টায় পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করা সম্ভব হয়। মঙ্গলবার সকালে কান্দির যশোহরি শিব মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। পিকআপ ভ্যানের সামনের অংশ ভেঙে ঢুকে যায়। এর ফলে ভেতরে আটকে পড়েন চালক। প্রায় এক ঘণ্টা পর অনেক চেষ্টা করে তাঁকে বাইরে বের করে আনেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। আহত চালককে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে কান্দির রাজ্য সড়কের উপর কয়েক হাজার মানুষের ভিড় জমে যায়। ফলে ঘণ্টাখানেকের জন্য ব্যস্ত সময়ে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সকলকে সরিয়ে দিয়ে আবার যান চলাচল স্বাভাবিক করে।
কৌশিক অধিকারী