হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
মহকুমাশাসকের প্রাক্তন দেহরক্ষীর দেহ পড়ে রাস্তায়!

East Medinipur News: কাঁথির মহকুমাশাসকের সদ্য প্রাক্তন দেহরক্ষীর দেহ উদ্ধার

সোমবার রাত থেকে শেখ মুক্তার নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোরে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার করে কাঁথি থানার পুলিশ।

  • Share this:

পূর্ব মেদিনীপুর: কাঁথির মহকুমাশাসকের দফতরের পেছন থেকে উদ্ধার হল দেহ। মৃতের নাম শেখ মুক্তার। তিনি রাজ্য পুলিশের কনস্টেবল। কয়েকদিন আগে পর্যন্ত কাঁথির মহাকুমাশাসকের দেহরক্ষী ছিলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: ‘বাড়ির অবস্থা খুব খারাপ,’ অভিষেককে বলেছিলেন বৃদ্ধ! অবশেষে মুখে ফুটল হাসি

সোমবার রাত থেকে শেখ মুক্তার নিখোঁজ ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার ভোরে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার করে কাঁথি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যধিক মদ্যপানের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুক্তারের।

বেশ কিছুদিন কাঁথির মহকুমাশাসকের দেহরক্ষী থাকার পর সরকারের তরফ থেকে তাঁকে কাঁথি থানায় বদলি করা হয়। মৃত পুলিশ কর্মীর বাড়ি কাঁথির খাগড়াবনি গ্রামে। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি কেন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন বা এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোন‌ও ঘটনা আছে কিনা সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

পঙ্কজ দাশ রথী

Published by:kaustav bhowmick
First published:

Tags: Body, Contai, Crime, Kanthi