Abhishek Banerjee: 'বাড়ির অবস্থা খুব খারাপ,' অভিষেককে বলেছিলেন বৃদ্ধ! অবশেষে মুখে ফুটল হাসি

Last Updated:

Abhishek Banerjee: অভিযোগ শুনে দ্রুত তা সমাধানের নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রায়না: “আমার বাড়ির অবস্থা খুব খারাপ! একটু দেখুন।” মাত্র একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে অনুযোগ জানিয়েছিলেন বড়বৈনান গ্রামের বাসিন্দা শিশির মণ্ডল। অভিষেককে কাছে পেয়েই বৃদ্ধ এবং তাঁর বাড়ির সদস্যরা বলেন, বয়স ৯০ বছর। বাড়ির অবস্থা খুবই খারাপ। বার্ধক্য ভাতা এই বয়সেও মিলছে না। সেই সব অভিযোগ শুনে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বার্ধক্য ভাতা নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছিলেন বড়বৈনান গ্রামের বাসিন্দা বৃদ্ধ শিশির মণ্ডল। অভিযোগ ছিল, বারবার আবেদন করেও মিলছে না বার্ধক্য ভাতা। জামালপুর থেকে রায়না যাওয়ার পথে বড়বৈনান গ্রামে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল অভিষেককে। তবে বৃদ্ধের অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ব্যবস্থা হল ভাতা-র।
advertisement
একদিন আগেই নব্বই উর্ধ্ব ওই বৃদ্ধের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন অভিষেক বন্দোপাধ্যায়। বৃদ্ধের অভিযোগকে সমর্থন করে আরও বেশ কয়েকজন অভিষেকের সামনে দাবি করেন, বার্ধক্য ভাতা না পাওয়ার ব্যাপারে।
advertisement
অভিষেক তাদের জানিয়েছিলেন তিনি প্রশাসনের যথাযথ স্থানে এই বিষয়ে জানাবেন। এরই প্রেক্ষিতে বিডিও ও রায়নার বিধায়ক বৃদ্ধের বাড়িতে যান। তাঁর নাম নথিভুক্ত করেন। এতোদিন পরে অবশেষে বার্ধক্য ভাতা পাওয়ায় খুশির হাওয়া বৃদ্ধের পরিবারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'বাড়ির অবস্থা খুব খারাপ,' অভিষেককে বলেছিলেন বৃদ্ধ! অবশেষে মুখে ফুটল হাসি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement