হোম /খবর /দক্ষিণবঙ্গ /
'বাড়ির অবস্থা খুব খারাপ,' অভিষেককে বলেছিলেন বৃদ্ধ! অবশেষে মুখে ফুটল হাসি

Abhishek Banerjee: 'বাড়ির অবস্থা খুব খারাপ,' অভিষেককে বলেছিলেন বৃদ্ধ! অবশেষে মুখে ফুটল হাসি

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: অভিযোগ শুনে দ্রুত তা সমাধানের নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • Share this:

রায়না: “আমার বাড়ির অবস্থা খুব খারাপ! একটু দেখুন।” মাত্র একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে অনুযোগ জানিয়েছিলেন বড়বৈনান গ্রামের বাসিন্দা শিশির মণ্ডল। অভিষেককে কাছে পেয়েই বৃদ্ধ এবং তাঁর বাড়ির সদস্যরা বলেন, বয়স ৯০ বছর। বাড়ির অবস্থা খুবই খারাপ। বার্ধক্য ভাতা এই বয়সেও মিলছে না। সেই সব অভিযোগ শুনে দ্রুত তা সমাধানের নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বার্ধক্য ভাতা নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছিলেন বড়বৈনান গ্রামের বাসিন্দা বৃদ্ধ শিশির মণ্ডল। অভিযোগ ছিল, বারবার আবেদন করেও মিলছে না বার্ধক্য ভাতা। জামালপুর থেকে রায়না যাওয়ার পথে বড়বৈনান গ্রামে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল অভিষেককে। তবে বৃদ্ধের অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ব্যবস্থা হল ভাতা-র।

 

একদিন আগেই নব্বই উর্ধ্ব ওই বৃদ্ধের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন অভিষেক বন্দোপাধ্যায়। বৃদ্ধের অভিযোগকে সমর্থন করে আরও বেশ কয়েকজন অভিষেকের সামনে দাবি করেন, বার্ধক্য ভাতা না পাওয়ার ব্যাপারে।

আরও পড়ুন, কালবৈশাখীর প্রবল তাণ্ডবে আতঙ্কে কাঁপছিলেন অসুস্থ বৃদ্ধ, অভিষেক যা করলেন

আরও পড়ুন, পাইপের ভিতরে ওটা কী নড়ছে! হাড়হিম করা এই ভিডিও দেখলে আপনিও চমকে উঠবেন

অভিষেক তাদের জানিয়েছিলেন তিনি প্রশাসনের যথাযথ স্থানে এই বিষয়ে জানাবেন। এরই প্রেক্ষিতে বিডিও ও রায়নার বিধায়ক বৃদ্ধের বাড়িতে যান। তাঁর নাম নথিভুক্ত করেন। এতোদিন পরে অবশেষে বার্ধক্য ভাতা পাওয়ায় খুশির হাওয়া বৃদ্ধের পরিবারে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Abhishek Banerjee