Viral Video: পাইপের ভিতরে ওটা কী নড়ছে! হাড়হিম করা এই ভিডিও দেখলে আপনিও চমকে উঠবেন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Viral Video: ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও
পাইপের ভিতর থেকে অনেকক্ষণ ধরেই হিস হিস শব্দ। ভিডিওটি দেখলে প্রথমে কেউ আদৌ বুঝতে পারবেন না। কিন্তু কাছে যেতেই সকলে চমকে ওঠেন। পাইপের ভিতর থেকে বেরিয়ে আসে বিরাট আকারের একটি কিং কোবরা। সেই দৃশ্য দেখে ঘাবড়ে ওঠেন সকলে।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। @WildLense_India ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সেই ভিডিওটি দেখা যাচ্ছে, পাইপের মধ্যে প্রথম কেউ একজন ক্যামেরা নিয়ে যান।
advertisement
আচমকা ক্যামেরা দেখে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে সাপটি। সেই ভিডিও দেখে চমকে ওঠেন সকলে। পরে জানা যায়, এটা আদতে একটি কিং কোবরা।
advertisement
Beware!!!! pic.twitter.com/y4FYgzEQLW
— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) May 13, 2023
সাধারণত, কিং কোবরা খুব বিষধর সাপ হয়। এর কামড়ে কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ভিডিওটি আদতে কোথাকার তা এখনও স্পষ্ট নয়। প্রথমে জানা যায়, একটি পাইপের মধ্যে সাপটি লুকিয়ে ছিল। তখন বাড়ির লোকেরা বুঝতে পারেন, সাপটি সেখানে লুকিয়ে রয়েছে। তারপরে পাইপের সামনে ক্যামেরা নিয়ে যাওয়া হয়। কিন্তু ক্যামেরা দেখা মাত্রই সাপটি আক্রমণ করে বসে।
advertisement
১৯ সেকেন্ডের এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। নেটিজেনরা হতবাক ভিডিওটি দেখে। তবে অনেকে সাবধান থাকার বার্তা দিয়েছেন। কারণ, কিং কোবরা অত্যন্ত বিষধর সাপ। ফলে বড় বিপদও হতে পারত। তবে সাপটিকে পরে সেখান থেকে উদ্ধার করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
অনেকে বলছেন, বাড়িতে এমন কোনও পুরনো পাইপ বা জিনিসপত্র থাকলে, তা যেন মাঝে মধ্যে দেখে নেওয়া হয়। না হলে এমন সাপও এসে ঢুকে থাকতে পারে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 10:27 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: পাইপের ভিতরে ওটা কী নড়ছে! হাড়হিম করা এই ভিডিও দেখলে আপনিও চমকে উঠবেন