প্রত্যক্ষদর্শীরা জানান, একই বাইকে করে ওই দু'জন বহরমপুর থেকে পলসন্ডার দিকে যাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে ভুল লেন ধরে ছুটে আসা একটি ডাম্পার তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিৎ বাগদির। গুরুতর আহত রাহুল দাসকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের।
advertisement
আরও পড়ুন: ফাইলেরিয়া ঠেকাতে 'গণ ঔষধ সেবন' কর্মসূচি শুরু
এই দুর্ঘটনার পরে স্থানীয়রা কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ বেপরোয়া গাড়ি চলাচলের জন্য এই রাস্তার ওপর নিয়মিত দুর্ঘটনা ঘটছে। পরে বহরমপুর থানার পুলিশ এসে অবরোধ তোলে। এদিকে শনিবার দুপুরে ময়নাতদন্তের পর দুই যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। একই দিনে গ্রামের দুই ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে সবাই।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 4:11 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভুল লেন দিয়ে ছুটে আসা ডাম্পারের ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর