Purulia News: ফাইলেরিয়া ঠেকাতে 'গণ ঔষধ সেবন' কর্মসূচি শুরু
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ফাইলেরিয়া ঠেকাতে পুরুলিয়া শহর রাজ্যের পাঁচ জেলায় বিশেষ ওষুধ খাওয়ানোর কর্মসূচি শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি
পুরুলিয়া: মশা বাহিত রোগ ফাইলেরিয়ার যথেষ্ট প্রভাব আছে পুরুলিয়া জেলাজুড়ে। রাজ্যের মধ্যে এই জেলাকে ফাইলেরিয়া প্রবণ বলা হয়। বিভিন্ন গ্রামে হাইড্রোসিল ও ফাইলেরিয়া রোগে আক্রান্ত মানুষের সন্ধান পাওয়া যায়। আর তা নিয়ন্ত্রণে আনতে রাজ্যের স্বাস্থ্য দফতর কেন্দ্রের রাষ্ট্রীয় পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহযোগিতায় ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুরুলিয়া সহ বাংলার পাঁচটি জেলায় 'গণ ঔষধ সেবন কর্মসূচি' শুরু করেছে।
পুরুলিয়ার বিজ্ঞান কেন্দ্রে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই 'গণ ঔষধ সেবন' কর্মসূচির। ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুরুলিয়া জেলাজুড়ে মোট ১৩ টি ইউনিট, অর্থাৎ ১১ টি ব্লক ও পুরুলিয়া পুরসভা এবং আদ্রার কিছু জায়গায় ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হবে। ৩৭৪৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ও ৩৭৫ জন সুপারভাইজার এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ে তোলা। এই ওষুধ সেবনের কোনরকম সাইডএফেক্ট নেই বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবু যদি কোনও সমস্যা হয় তবে তা মোকাবিলার জন্য স্বাস্থ্য দফতর প্রস্তুত আছে বলে আশ্বস্ত করেছেন ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস মানবেন্দ্র ঘোষ।
advertisement
advertisement
এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিএম ডেভেলপমেন্ট প্রণব কুমার ঘোষ, ডিডিএইচ স্বাস্থ্য ভবন মানবেন্দ্র ঘোষ, ডিস্ট্রিক্ট সায়েন্স অফিসার ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ডব্লুএইচও কনসালটেন্ট সৌম্যদীপ চৌধুরী, সিএমওএইচ কুনাল কান্তি দে, ডেপুটি সিএমওএইচ স্বপন সরকার সহ বহু বিশিষ্টজনরা। এই অনুষ্ঠানে বাউল গানের মাধ্যমে ফাইলেরিয়া ওষুধ সেবনের বার্তা দেওয়া হয়। বিগত বছরে গণ ঔষধ সেবন কর্মসূচির গ্রহণ করার ফলে অনেকটাই ফাইলেরিয়া প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তাই এ বছরও ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এহেন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 3:55 PM IST