হুগলি: হাতি এতদিন উত্তরবঙ্গের জঙ্গল সংলগ্ন গ্রাম বা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে তাণ্ডব চালাচ্ছিল। কিন্তু এবার সে হাজির হয়ে গেল হুগলির আরামবাগেও! পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে নদী পেরিয়ে আরামবাগে এসে হাজির হল গজরাজ। ফলে হাতি নিয়ে আতঙ্ক ছড়ানোর এলাকা আরও অনেকটাই বেড়ে গেল।
আরামবাগের কালীপুর এলাকায় নদী পেরিয়ে চলে আসা দুটি হাতি চাষের জমিতে রীতিমত তাণ্ডব চালায়। এমনকি তাদের আক্রমণে জখম হন এক ব্যক্তি। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
শনিবার ভোরে হঠাৎই গোঘাটের শ্যামবাটি এলাকা থেকে কালীপুর এলাকায় ব্যাপক তাণ্ডব শুরু করে হাতি। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও পুলিশের আধিকারিকরা।
আরও পড়ুন: বাসের বেপরোয়া গতির শিকার দম্পতি, মর্মান্তিক ঘটনা গোঘাটে
স্থানীয়রা জানান, ভোর সাড়ে চারটে নাগাদ এলাকায় হাতি ঢুকে পড়ার বিষয়টি কয়েকজনের নজরে আসে। দেখা যায় জোড়া হাতি গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। এদিকে হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকার আলু চাষিদের। বিঘের পর বিঘে জমির আলু নষ্ট করে দিয়েছে দুই দাঁতাল। ওই দুই হাত দিকে এলাকা থেকে তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে বিষ্ণুপুরের হুলাপার্টিকে।
শুভজিৎ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arambagh, Elephant, Ghatal, Hooghly news