Hooghly News: ঘাটাল থেকে নদী পেরিয়ে আরামবাগে ঢুকে পড়ল হাতি‍! তাদের আক্রমণে জখম ১

Last Updated:

এবার হুগলির আরামবাগে হাতির তাণ্ডব। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে নদী পেরিয়ে ঢুকে পড়ে দুই দাঁতাল। আলু চাষের জমি তছনছ করার পাশাপাশি তাদের আক্রমণে আহত হন স্থানীয় এক বাসিন্দা।

+
title=

হুগলি: হাতি এতদিন উত্তরবঙ্গের জঙ্গল সংলগ্ন গ্রাম বা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে তাণ্ডব চালাচ্ছিল। কিন্তু এবার সে হাজির হয়ে গেল হুগলির আরামবাগেও! পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে নদী পেরিয়ে আরামবাগে এসে হাজির হল গজরাজ। ফলে হাতি নিয়ে আতঙ্ক ছড়ানোর এলাকা আরও অনেকটাই বেড়ে গেল।
আরামবাগের কালীপুর এলাকায় নদী পেরিয়ে চলে আসা দুটি হাতি চাষের জমিতে রীতিমত তাণ্ডব চালায়। এমনকি তাদের আক্রমণে জখম হন এক ব্যক্তি। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
শনিবার ভোরে হঠাৎ‌ই গোঘাটের শ্যামবাটি এলাকা থেকে কালীপুর এলাকায় ব্যাপক তাণ্ডব শুরু করে হাতি। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও পুলিশের আধিকারিকরা।
advertisement
advertisement
স্থানীয়রা জানান, ভোর সাড়ে চারটে নাগাদ এলাকায় হাতি ঢুকে পড়ার বিষয়টি কয়েকজনের নজরে আসে। দেখা যায় জোড়া হাতি গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। এদিকে হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকার আলু চাষিদের। বিঘের পর বিঘে জমির আলু নষ্ট করে দিয়েছে দুই দাঁতাল। ওই দুই হাত দিকে এলাকা থেকে তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হচ্ছে বিষ্ণুপুরের হুলাপার্টিকে।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ঘাটাল থেকে নদী পেরিয়ে আরামবাগে ঢুকে পড়ল হাতি‍! তাদের আক্রমণে জখম ১
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement