হোম /খবর /হুগলি /
বাইকে করে যাচ্ছিলেন দম্পতি, খেয়ালী বাসচালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে দৌড়ে এল!

Hooghly News: বাসের বেপরোয়া গতির শিকার দম্পতি, মর্মান্তিক ঘটনা গোঘাটে

X
title=

চালক বেপরোয়া গতিতে বাস নিয়ে ছুটে আসছিল। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী দম্পতির

  • Share this:

হুগলি: বেপরোয়া গতির শিকার হল দম্পতি। বাসের ধাক্কায় মৃত্যু হল প্রদীপ গায়েন ও কাবেরী গায়েন নামে এক দম্পতির। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের রাঙামাটি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের বাড়ি গোঘাটের সাঁইথিয়া এলাকায়। ওই দম্পতি বাইকে করে যাচ্ছিলেন। মারুল-তারকেশ্বর নামের বাসটি অস্বাভাবিক গতিতে আরামবাগের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। সে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজাসুজি এসে ওই দম্পতির বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী ঐ দম্পতির। এই দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন ছুটে এসে ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তাঁরা প্রাণ ত্যাগ করেন।

আরও পড়ুন: দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী, ঘটনাস্থলে গিয়ে মার খেল পুলিশ!

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। তারা মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ রাজ্য সড়কে যানজট সৃষ্টি হয়েছিল। এদিকে পুলিশ ঘাতক বাসটিকে আটক করে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শুভজিৎ ঘোষ

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Accident, Hooghly news