দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পিটার মুরারি বর্তমানে কৃষ্ণনাথ কলেজের ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করছে। মুর্শিদাবাদের এই মেধাবির ছাত্র গত ফেব্রুয়ারি মাসে আইআইটির সর্বভারতীয় স্তরের অঙ্ক পরীক্ষায় অংশ নিয়েছিল। তাতেই ৪১৯২ স্থান অধিকার করে সারা ফেলে দিয়েছে জেলাজুড়ে। এই সাফল্যের জন্য পিটারকে সংবর্ধনা দিল জেলা প্রশাসন।
advertisement
সর্বভারতীয় স্তরের অঙ্ক পরীক্ষায় সাফল্যের জন্য এই আদিবাসী পড়ুয়াকে জেলা সদর বহরমপুরের কালেক্টর বিল্ডিংয়ের কনফারেন্স হলে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজশ্রী মিত্র সহ অন্যান্য আধিকারিকরা ।এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের অন্যান্য ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিল। এই অনুষ্ঠানে পিটার বলে, যত বাধাই আসুক লক্ষ্যে স্থির থাকতে হবে। তাহলেই সাফল্য পাওয়া যাবে। পাশাপাশি সে বাকি ছাত্র-ছাত্রীদের মনসংযোগ রেখে ঠান্ডা মাথায় কাজ করার পরামর্শ দেয়। বলে, নিজের লক্ষ্যে অবিচল থাকলে একটা সময় সাফল্য এসে ঠিক ধরা দেবে।
কৌশিক অধিকারী