জানা গেছে কলেজে প্রবেশের মুখে ডান দিকে প্রায় ৬৪ টি দোকান ও কলেজের বাম দিকে কলেজের ক্যান্টিন ভেঙে এবং গাছ কেটে নতুন করে ৩০টি দোকান করা হচ্ছে। ডানদিকে এক একটি দোকান ঘর করতে গ্রাহকদের থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা এবং বাম দিকের যে নতুন করে দোকান ঘর করা হচ্ছে সেখানে গ্রাহকদের থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা করে নিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! বহরমপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর!
পড়ুয়াদের অভিযোগ, কলেজের সামনে তৈরিহওয়া নতুন দোকানগুলিতে গ্রাহকদের জমায়েতের ফলে ছাত্রছাত্রীদের প্রবেশে সমস্যা হলে সেই দায়িত্ব কে নেবে? এছাড়া কলেজের গাছ কেটে পরিবেশ নষ্ট করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে ই-মেলে। যদিও এই পুরো বিষয় নিয়ে কলেজের অধ্যক্ষকে ফোন করলে তিনি বলেন, কলেজের আয় বাড়ানোর জন্য ডোনেশন নিয়ে এই দোকানগুলো বানানো হচ্ছে।
আরও পড়ুনঃ তলিয়ে গিয়েছে ভিটে-মাটি, চাষের জমি, মন্দির! ভয়াবহ গঙ্গা ভাঙন মুর্শিদাবাদে!
ফরাক্কাতে এই ভাবে গাছ কেটে বিল্ডিং তৈরি করা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছ। ছাত্রদের অভিযোগ অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে কলেজ কর্তৃপক্ষকে।
KOUSHIK ADHIKARY