TRENDING:

Murshidabad: কবে মিলবে যানজট থেকে মুক্তি! উত্তর নেই প্রশাসনের

Last Updated:

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক জেলার প্রবেশদ্বারও বটে। রয়েছে টেক্সটাইল টেকনোলজি বা মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক জেলার প্রবেশদ্বারও বটে। রয়েছে টেক্সটাইল টেকনোলজি বা মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান। উত্তর বঙ্গের সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগকারী জাতীয় সড়ক। এতো কিছু থাকলেও নেই প্রশাসনিক সদিচ্ছা। যে কারণে পর্যটক থেকে নিত্যযাত্রী কিংবা পরিবহণকর্মী থেকে শহরবাসী প্রত্যেকেই নাকাল হচ্ছেন সকাল সন্ধে তীব্র যানজটে। রেলগেটের যানজট থেকে মুক্তি চাইছেন শহর বহরমপুর ও জেলা মুর্শিদাবাদের মানুষ।
advertisement

 

 

একসময় তীব্র যানজট থেকে শহরবাসী, পর্যটক কিংবা পরিবহন কর্মী সবাইকে মুক্তি দিতে সাংসদ তথা তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী চুঁয়াপুর রেল গেটের ওপর উড়ালপুল তৈরির উদ্যোগ নিয়েছিলেন ২০১৪ সালে। রেল দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমোদনও পেয়েছিল এই ওভারব্রীজ। সাড়ে সাঁইত্রিশ কোটি টাকা বরাদ্দে সেই মতো কাজও শুরু হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলদলিতে বারবার থমকে গিয়েছে কাজ।

advertisement

View More

আরও পড়ুনঃ টানা ৫ দিনের মরণপণ লড়াই! সাপে কামড়ানো শিশুকে বাঁচালেন চিকিৎসকরা

 

 

অবশেষে উড়ালপুল তৈরি হয়ে পড়ে থাকলেও তা খুলে দেওয়া হয়নি সাধারণের জন্য। বহরমপুর শহরবাসী চাইছেন, দ্রুত চালু হোক এই রেল ওভারব্রীজ তাহলে নিত্যদিনের যে যানজট তা হয়তো কমতে পারে। মেডিকেল কলেজ যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় রেল গেটের কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় রোগীদের। স্কুল পড়ুয়াদেরও অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘণ্টা। যানজট-দুর্ঘটনা লেগেই থাকে।

advertisement

আরও পড়ুনঃ কান্দি রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজের প্রতিষ্ঠা দিবস পালন

 

 

প্রশাসনিক গাফিলতি এবং রাজনৈতিক দড়ি টানাটানির ফলেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি অবশ্য জানিয়েছে, মেডিকেল কলেজের দিক থেকে সেতুতে ওঠার মুখেই রয়েছে বিবেকানন্দ স্ট্যাচু। ওই স্ট্যাচু সরানো হলেই খুলে দেওয়া হবে সেতু। দীর্ঘ আট বছরের টালবাহানার পর তৈরি হওয়া সেতুর শীঘ্রই উদ্বোধন চাইতে শহরবাসী। তাঁদের দাবী পুজোর আগেই খুলে দেওয়া হোক বহরমপুর রেল ব্রীজ।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

KOUSHIK ADHIKARY

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: কবে মিলবে যানজট থেকে মুক্তি! উত্তর নেই প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল