আরও পড়ুন: পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা দিল গ্রামের মানুষ
কিডনির সমস্যার জন্য ডায়ালিসিস চলছিল চাঁদতারা বিবির। তাঁর বাড়ি মাধাইপুর গ্রামে। সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে ওই মহিলাকে ভর্তি করা হয়। কিন্তু তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেই মতো পরিবারের সদস্যরা নিজেদের পছন্দমত অ্যাম্বুলেন্স ডাকেন। কিন্তু এই নিয়েই ঝামেলা শুরু করেন হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স চালকরা। তাঁদের দাবি ছিল, যে অ্যাম্বুলেন্সগুলো লাইনে আছে তাদের মধ্যে থেকেই একটিকে বেছে নিতে হবে। অন্য অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া যাবে না বলে তাঁরা গোঁ ধরে বসেন। প্রথমে চাঁদতারা বিবিকে অ্যাম্বুলেন্সে তুলতে বাধা দেওয়া হয়। পরে আবার ফুলরির মোড়ে পথ আটকান তাঁরা। এর কিছুক্ষণের মধ্যেই ওই অসুস্থ মহিলার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
advertisement
অ্যাম্বুলেন্স চালকদের এহেন আচরণের কারণে রোগী মৃত্যুর এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। সূত্রের খবর, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়েছেন। তারপরই অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকদের গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে পুলিশ। ধৃতদের বুধবার কান্দি মহকুমা আদালতে তুললে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
কৌশিক অধিকারী