মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ। আবাস যোজনায় স্বজন পোষণ ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে, বুধবার গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখতে থাকেন। বিক্ষোভ ঠেকাতে কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ হটায়।
advertisement
আরও পড়ুন: 'কোটি কোটি পরিবারের কাছে পৌঁছবে'... সোমবার কী ঘোষণা করবেন মমতা? তুমুল চর্চা রাজনৈতিক মহলে
বিক্ষোভকারী জনতার দাবি, পুরন্দরপুর গ্রামপঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ আবাস যোজনায় স্বজন পোষণ করেছেন এবং কাটমানি নিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দিচ্ছে। অথচ গরিব মানুষ যারা আবাস যোজনার ঘর পাওয়া যোগ্য তাদের ঘর দিচ্ছে না৷ যদিও গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন বলেছেন প্রধান বৃন্দাবন ঘোষ।
কৌশিক অধিকারী