বৃহস্পতিবার বিকেলে শামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ডিউটিতে ছিলেন শম্পা সাউ নামে ওই নার্সিং স্টাফ। সেই সময় ওই হাসপাতালেই ভর্তি এক রোগীর পরিজনরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারতে থাকে। মূলত এক মহিলা তাঁকে এলোপাথাটি চড় থাপ্পড় মারেন বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শম্পা।
বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার জেরে পর্যাপ্ত নিরাপত্তা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন ওই ব্লক হাসপাতালে কর্মরত বাকি নার্সরা। তাঁরা দাবি করেন, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এর পাশাপাশি তাঁরা সন্ধেতেই বিএমওএইচ-এর সঙ্গে বিষয়টি নিয়ে দেখা করেন। সেখানেও তাঁরা নিজেদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন।
advertisement
আরও পড়ুন: রাজ্যজুড়ে ল ক্লার্কদের আন্দোলন, ধাক্কা খেতে পারে বিচার প্রক্রিয়া
জানা গিয়েছে, গোটা ঘটনা কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিএমওএইচ। এদিকে, নার্স নিগ্রহের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন শামসেরগঞ্জ অনুপনগর ব্লক হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক। পুলিশ সূত্রে খবর, তারা অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে এই নিগ্রহের ঘটনায় ওই রোগীর এক মহিলা আত্মীয়কে গ্রেফতার করেছে। তবে এই ঘটনার জেরে এখনও এলাকায় উত্তেজনা আছে। এমনিতেও মুর্শিদাবাদ জেলায় মাঝেমধ্যেই রোগীর পরিজনদের হাতে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। বিষয়টিতে চিকিৎসক মহল যথেষ্ট ক্ষুব্ধ।
কৌশিক অধিকারী