East Bardhaman News: রাজ্যজুড়ে ল ক্লার্কদের আন্দোলন, ধাক্কা খেতে পারে বিচার প্রক্রিয়া

Last Updated:

১৫ দফা দাবি তুলে আন্দোলনের পথে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। এর জেরে বিচার প্রক্রিয়া ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে

+
title=

#পূর্ব বর্ধমান: কলকাতা হাইকোর্টের একদল আইনজীবের আন্দোলনের ধরন নিয়ে বিতর্ক মিটতে না মিটতেই এবার আন্দোলনের পথে বাংলার ল ক্লার্করা। ১৫ দফা দাবিতে প্রতিটি জেলা আদালতের সামনে শুক্রবার মিটিং-মিছিল করছেন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ল ক্লার্করা। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। বর্ধমান জেলা আদালতের সামনেও ল ক্লার্করা মিছিল করেন।
ল ক্লার্কদের এই মিছিল, আন্দোলনের বিষয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি বিপদ তারণ রায় বলেন, "১৫ দফা দাবির ভিত্তিতে আমারা শুক্রবার প্রতিটি জেলায় আদালত চত্বর, প্রশাসনিক ভবন ও ভূমি সংস্কার দফতরে ধর্মঘটের ডাক দিয়েছি। গোটা রাজ্যজুড়ে এই আন্দোলন সংঘটিত হচ্ছে।" তাঁদের দাবি দাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট সংশোধন ও সংযোজন করতে হবে। রাইট টু অ্যাক্ট সম্পূর্ণরুপে কার্যকর করার জন্য অবিলম্বে প্রশাসনিক উদ্যোগ নিতে হবে। ল ক্লার্কদের জন্য সরকারি উদ্যোগে ওয়েলফেয়ার প্রকল্প চালু করতে হবে বলেও তিনি জানান।
advertisement
advertisement
আন্দোলনে যোগ দেওয়া ল ক্লার্করা জানিয়েছেন, তাঁদের এই ১৫ দফা দাবি দাওয়া দ্রুত মান্যতা দিতে হবে। এই বিষয়ে সরকার কোন‌ও উচ্চবাচ্য না করলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য ল ক্লার্কদের এই আন্দোলনের জেরে শুক্রবার মহকুমা ও জেলা আদালতগুলির বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন‌ও মন্তব্য করা হয়নি।
advertisement
মালবিকা বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রাজ্যজুড়ে ল ক্লার্কদের আন্দোলন, ধাক্কা খেতে পারে বিচার প্রক্রিয়া
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement