East Bardhaman News: রাজ্যজুড়ে ল ক্লার্কদের আন্দোলন, ধাক্কা খেতে পারে বিচার প্রক্রিয়া

Last Updated:

১৫ দফা দাবি তুলে আন্দোলনের পথে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। এর জেরে বিচার প্রক্রিয়া ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে

+
title=

#পূর্ব বর্ধমান: কলকাতা হাইকোর্টের একদল আইনজীবের আন্দোলনের ধরন নিয়ে বিতর্ক মিটতে না মিটতেই এবার আন্দোলনের পথে বাংলার ল ক্লার্করা। ১৫ দফা দাবিতে প্রতিটি জেলা আদালতের সামনে শুক্রবার মিটিং-মিছিল করছেন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ল ক্লার্করা। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছে। বর্ধমান জেলা আদালতের সামনেও ল ক্লার্করা মিছিল করেন।
ল ক্লার্কদের এই মিছিল, আন্দোলনের বিষয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি বিপদ তারণ রায় বলেন, "১৫ দফা দাবির ভিত্তিতে আমারা শুক্রবার প্রতিটি জেলায় আদালত চত্বর, প্রশাসনিক ভবন ও ভূমি সংস্কার দফতরে ধর্মঘটের ডাক দিয়েছি। গোটা রাজ্যজুড়ে এই আন্দোলন সংঘটিত হচ্ছে।" তাঁদের দাবি দাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট সংশোধন ও সংযোজন করতে হবে। রাইট টু অ্যাক্ট সম্পূর্ণরুপে কার্যকর করার জন্য অবিলম্বে প্রশাসনিক উদ্যোগ নিতে হবে। ল ক্লার্কদের জন্য সরকারি উদ্যোগে ওয়েলফেয়ার প্রকল্প চালু করতে হবে বলেও তিনি জানান।
advertisement
advertisement
আন্দোলনে যোগ দেওয়া ল ক্লার্করা জানিয়েছেন, তাঁদের এই ১৫ দফা দাবি দাওয়া দ্রুত মান্যতা দিতে হবে। এই বিষয়ে সরকার কোন‌ও উচ্চবাচ্য না করলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য ল ক্লার্কদের এই আন্দোলনের জেরে শুক্রবার মহকুমা ও জেলা আদালতগুলির বিচার প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন‌ও মন্তব্য করা হয়নি।
advertisement
মালবিকা বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রাজ্যজুড়ে ল ক্লার্কদের আন্দোলন, ধাক্কা খেতে পারে বিচার প্রক্রিয়া
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement