TRENDING:

Murshidabad- সালারে স্কুলছুট সংখ্যা আটকাতে পড়ুয়াদের পরিবারের দুয়ারে হাজির শিক্ষিক ও শিক্ষিকারা

Last Updated:

স্কুল ছুট সংখ্যা আটকাতে পড়ুয়াদের পরিবারের দুয়ারে হাজির শিক্ষিক ও শিক্ষিকারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, বহরমপুরঃ কোভিড মহামারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায়, দীর্ঘ ২১ মাস পর স্কুল খুলেছে। যদিও ছাত্র আর স্কুলের সম্পর্কটা কোথাও মুছে যেতে বসেছে । স্কুল খুললেও, সেই অর্থে দেখা মিলেছে না স্কুল পড়ুয়াদের। টানা স্কুল বন্ধ থাকার ফলে, স্কুল শিক্ষক আর বন্ধুদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে তৈরী হয়েছে বিরাট এক শূন্যতা। বর্তমানে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ স্কুলের ক্লাস রুমে ছাত্র ও ছাত্রীর উপস্থিত সংখ্যা অনেকটাই কম। তাই এবার দুয়ারে হাজির হলেন শিক্ষক ও শিক্ষিকারা।
দুয়ারে হাজির শিক্ষিক ও শিক্ষিকারা 
দুয়ারে হাজির শিক্ষিক ও শিক্ষিকারা 
advertisement

করোনার দাপটে লকডাউন হওয়ায় বন্ধ হয়ে পড়েছিল সব কিছু । অনেক পরিবারের সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল সেই সময়, তাই অনেক পড়ুয়া বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে পড়েছে সংসারের ভাটার টান মেটাতে। অনেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে লেগে পড়েছে । অনেকের আবার বিয়ে হয়ে চলে গেছে শ্বশুর বাড়ি। দীর্ঘ এই সময়ে স্কুল বন্ধ থাকার ফলে, একাধিক পড়ুয়া পড়াশোনা ছেড়ে বেছে নিয়েছে অন্য জীবন ।

advertisement

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকার। কিন্তু, বিদ্যালয় খোলা হলেও, মুর্শিদাবাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পড়ুয়াদের উপস্থিতির হার দেখে, প্রশাসনিক মহলে তো বটেই বিদ্যালয়য়ের শিক্ষকদের কপালেও চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। তাই মুর্শিদাবাদ জেলার সালার ব্লকের কাগ্রাম অমরনাথ মুখার্জি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আর ঘরে বসে না থেকে, স্কুলছুট পড়ুয়াদের স্কুল মুখী করতে হাজির হয়েছেন দুয়ারে । দুয়ারে দেখা করেন স্কুল ছুট পড়ুয়াদের পরিবারের সাথে । কথা বলেন যাতে তারা আবার স্কুলে গিয়ে আগের মতই পড়াশোনার সাথে যুক্ত হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

শিক্ষিকা গুলসানারা খাতুন জানান, "আমরা ইতি মধ্যেই অভিভাবকদের বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করছি। কেন স্কুলে আসছে না তাও জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত পড়ুয়ারা পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছে, তাদের বাড়ি গিয়ে,  যাতে তাদের স্কুলমুখি করা যায় তার উদ্যোগ গ্রহণ করেছি।"

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad- সালারে স্কুলছুট সংখ্যা আটকাতে পড়ুয়াদের পরিবারের দুয়ারে হাজির শিক্ষিক ও শিক্ষিকারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল