আরও পড়ুন East Bardhaman News: ফোন নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি, ভয়ানক পরিণতি কলেজ পড়ুয়ার
আজকে যখন অস্ত্রোপচারের একমাস পর অর্থাৎ ঘটনার পাঁচ মাস পর রোগী দাঁড়াতে পারছে, এটা দেখেই অনেক আনন্দ হচ্ছে, একজন ডাক্তারের কাছে এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। রোগীর মেয়ে হাসিবা বেওয়া জানান, আমাদের দরিদ্র পরিবার, তবুও বড় বড় হাসপাতাল নার্সিংহোমে গিয়েছিলাম কিন্তু কেউই ঝুঁকি নিতে চায়নি, শেষ পর্যন্ত এই লালবাগ মহকুমা হাসপাতালের ডাক্তারবাবু ঝুঁকি নিয়ে অপারেশন করলেন এবং আজ অপারেশনের এক মাস পর মা হাঁটাচলা করতে পারছেন।
advertisement
ডাক্তারবাবুদের অনেক ধন্যবাদ জানিযেছেন তিনি। সমাজকর্মী রফিক হোসেন জানান, ডক্টর অরিন্দম মণ্ডলের মতই গুটিকয়েক ডাক্তার রোগীদের খুব ভাল পরিষেবা দিয়ে যাচ্ছেন, যদি হাসপাতালের সমস্ত ডাক্তার, সমস্ত স্বাস্থ্য কর্মীরা এইভাবে সহযোগিতা করে তাহলে হয়তো স্বাস্থ্য পরিষেবায় লালবাগ মহকুমা হাসপাতাল প্রথম সারিতে থাকবে।
কৌশিক অধিকারী





