East Bardhaman News: ফোন নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি, ভয়ানক পরিণতি কলেজ পড়ুয়ার 

Last Updated:

সারাক্ষণ স্মার্টফোনে ফেসবুক করায় বকাঝকা করেছিলেন মা । আর সেই অভিমানে আত্মঘাতী কলেজ ছাত্রী।

#পূর্ব বর্ধমান: সারাক্ষণ স্মার্টফোনে স্যোসাল মিডিয়ায় অনলাইন থাকায় বকাঝকা করেছিলেন মা । আর সেই অভিমানে আত্মঘাতী কলেজ ছাত্রী। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন মাম্পি মণ্ডল (১৯) নামে এক কলেজ ছাত্রী। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে । আর মঙ্গলবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় । গোটা ঘটনায় শোকের ছায়া মাম্পির পরিবারে। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের মা সন্ধ্যাদেবী।
জানা গিয়েছে, কাটোয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় এলাকায় থাকতেন মাম্পি মণ্ডল। তিনি কাটোয়া কলেজের বি এ প্রথমবর্ষের ছাত্রী ছিলেন। তিন ভাইবোনের মধ্যে বড় ছিলেন মাম্পি । তাঁদের মা সন্ধ্যাদেবী গৃহবধু । বাবা সুভাষ মণ্ডল মোটর সাইকেল মেকানিক । মঙ্গলকোট থানার কৈচরে তাঁর একটি ছোটখাটো দোকানও রয়েছে ।
আরও পড়ুনSouth 24 Parganas News: কিছুটা বেশি রোজগারের আশায় বাঘের মুখে পড়তেও পিছপা হচ্ছেন না সুন্দরবনের মৎসজীবীরা
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকেই মেয়েকে স্মার্টফোন খুটখাট করতে দেখে বকাঝকা করেছিলেন সন্ধ্যাদেবী । এনিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটিও হয় । তারপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলে মাম্পি দরজা বন্ধ করে একাই ঘরে ছিল। এরপর সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন মা সন্ধ্যাদেবী । কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মেয়ের কোনও সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরে মেয়েকে দেখতে যান। তখন তিনি মেয়েকে নিজের ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। সন্ধ্যাদেবী চিৎকার করে উঠলে প্রতিবেশীরা ছুটে আসে ।
advertisement
advertisement
আরও পড়ুন Durga Puja 2022: পাঁচশো বছরেরও বেশি পুরনো বৈকুন্ঠপুরের জয়দুর্গার পুজো, এখনও রাজা কীর্তিচাঁদের নামে সঙ্কল্প করে পুজো হয়
এরপর মাম্পির দেহ ওড়না কেটে তড়িঘড়ি উদ্ধার করা হয় । কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসকরা মাম্পিকে মৃত বলে জানিয়ে দেন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরাও। মাম্পির মা সন্ধ্যা দেবী বলেন, ফোন নিয়ে বসে থাকতে দেখে বলেছিলাম মাত্র। তার জন্য মেয়ে অভিমানে এরকম কাণ্ড ঘটাবে ভাবিনি। যদি না বকতাম তাহলে হয়তো মেয়েটা বেচেঁ থাকতো।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: ফোন নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি, ভয়ানক পরিণতি কলেজ পড়ুয়ার 
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement