Durga Puja 2022: পাঁচশো বছরেরও বেশি পুরনো বৈকুন্ঠপুরের জয়দুর্গার পুজো, এখনও রাজা কীর্তিচাঁদের নামে সঙ্কল্প করে পুজো হয়

Last Updated:

এখানে প্রতিমার বিসর্জন নেই। নির্দিষ্ট সময় অন্তর প্রতিমার অঙ্গরাগ হয়।

#বর্ধমান: রাজা কীর্তিচাঁদের নামে সঙ্কল্প করে আজও পুজো হয় বর্ধমানের  বৈকুন্ঠপুরের জয়দুর্গার। তান্ত্রিকের প্রতিষ্ঠা করা দুর্গার নিত্য পুজোর জন্য মন্দির গড়ে দিয়েছিলেন বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ। সারা বছরের খরচ চালানোর জন্য দান করেছিলেন প্রচুর জমি। সেই জমির আয় থেকেই পুজোর যাবতীয় খরচ মেটানো হয়। তাই আজও জয়দুর্গার সন্ধিপুজোয় রাজার নামে সংকল্প হয়।
বৈকুন্ঠপুরের জয়দুর্গা পুজো পাঁচশো বছরেরও বেশি পুরনো। শুরুর দিনে প্রতিষ্ঠা করা মাটির প্রতিমায় পুজো হয় আজও। এখানে প্রতিমার বিসর্জন নেই। নির্দিষ্ট সময় অন্তর প্রতিমার অঙ্গরাগ হয়।
আরও পড়ুন Durga Puja 2022| Photo: এবার পুজোর লেটেস্ট ককটেল শাড়ি, অভিনব ভাবনা Ummaira-র
প্রথম এক তান্ত্রিক পুজো শুরু করেন। তিনি ভক্তি ঘরে পুজো করতেন। লোককথা,তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে বাঁকা নদী থেকে প্রতিমা তুলে এনে তাল পাতায় ছাওয়া ঘরে দেবীকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। এরপর দেবীর স্বপ্নাদেশ পেয়ে জঙ্গলে গিয়ে রাজা কীর্তিচাঁদ সেই ঘর খুঁজে পান। তিনি জয়দুর্গার মন্দির গড়ে দিয়ে পুজোর বন্দোবস্ত করেন। তান্ত্রিক মৃত্যুর আগে বৈকুন্ঠপুরের তিনকড়ি বন্দ্যোপাধ্যায়কে পুজোর দায়িত্ব দিয়ে যান। সেই সূত্রে এগারো পুরুষ ধরে বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজো করে আসছে।
advertisement
advertisement
অতীতের প্রথা মেনে তন্ত্র মতে এখানে পুজো হয়। পুজোর প্রতি দিন ভোগে মাছের টক থাকা বাধ্যতামূলক। দশমীতে ঘট বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। পরদিন থেকে ফের নিত্যপুজো শুরু হয়। সারা বছর দিনে অন্নভোগ সন্ধ্যায় শীতল ভোগ নিবেদন করা হয়।
আরও পড়ুন Durga Puja 2022| Photos: এবার পুজোয়ে ট্রেন্ড রুপোর গয়না, চলে আসুন গড়িয়াহাটের এম বণিকে
পরিবারের সদস্যরা কাজের প্রয়োজনে দেশ বিদেশে ছড়িয়ে থাকলেও পুজোর দিনগুলোয় সবাই সপরিবারে উপস্থিত হন। আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পঙতি ভোজে জমজমাট থাকে মন্দির চত্ত্বর।
advertisement
পরিবারের সদস্যরা বলছেন, প্রথম থেকেই জাঁকজমকের থেকে নিষ্ঠাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই পুজোয়। প্রথম থেকেই সেই রীতি মেনেই পুজো চলে আসছে। যেহেতু বর্ধমানের মহারাজা এই পূজার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তাই আজও রাজা কীর্তি চাঁদের নামেই এই পুজোর সংকল্প হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2022: পাঁচশো বছরেরও বেশি পুরনো বৈকুন্ঠপুরের জয়দুর্গার পুজো, এখনও রাজা কীর্তিচাঁদের নামে সঙ্কল্প করে পুজো হয়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement