সময়মতো বেতন ও মাসের ২৬ দিনের কাজ, সম কাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, গোটা রাজ্যে ৮৯ জন বরখাস্ত হওয়া কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়া, বার্ষিক বেতন বৃদ্ধি, এছাড়াও জেলার সমস্ত রুটে পুনরায় বাস পরিষেবা চালুর দাবিতে এই কর্মবিরতি পালন করছেন কর্মীরা। এই দাবি গুলি নিয়ে কর্ম বিরতির ডাক দেয় দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আই এন টি টি ইউ সি'র অনুমোদিত অস্থায়ী কর্মী সংগঠন।
advertisement
আরও পড়ুনঃ সামশেরগঞ্জে পুলিশি অভিযান, উদ্ধার তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য
আজও কোনো সরকারি বাস পথে নামেনি। ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। রাজ্যর বিভিন্ন সরকারী বাসের ডিপোতে এই ধর্মঘট অব্যাহত আছে। ধর্মঘটের জেরে অন্যান্য জেলা থেকে আসা যাত্রী ও তাদের আত্মীয়রা সমস্যা পড়েছেন দুর্গাপুজোর আগে। যদিও অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটে সামিল হয়েছেন কর্মচারীরা বলে জানা গিয়েছে।
Koushik Adhikary