করোনার প্রকোপ কমে গেলেও দোসর হিসাবে পাল্লা দিয়ে ডেঙ্গি বাড়তে থাকায় ঘুম ছুটেছে স্বাস্থ্য দফতরের। চিকিৎসক সমাজের মতে কেবল পুরসভা উদ্যোগ নিলেই চলবে না। ডেঙ্গি রোধে নিজেদেরও সচেতন থাকতে হবে। পাশাপাশি এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরেও জোর দিয়েছেন। সরকারি পরীক্ষার পাশাপাশি বেসরকারি ল্যাবেও অনেকেই ডেঙ্গি পরীক্ষা করাচ্ছেন অনেক সময় সেই সব তথ্য সামনে আসছে না।
advertisement
আরও পড়ুনঃ কার্তিক পুজোয় মেতেছে বেলডাঙা! প্রায় ৩৫০টি মণ্ডপে দেব সেনাপতির আরাধনা
ফলে আক্রান্তের সঠিক সংখ্যা সরকারি পরিসংখ্যানের থেকে অনেকটাই বেশি বলেই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারি ভাবে দ্রুত টেস্টের রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে বেসরকারি ল্যাব ও সরকারী ব্লাড ব্যাঙ্কে। স্বাস্থ্য দফতরের তরফে দেওয়া হয়েছে ১৪ দফা নির্দেশিকা। প্রয়োজনের পরীক্ষার দিনেই যাতে রিপোর্ট দেওয়া যায় সেই কথা বলা হয়েছে। কার্যত প্রত্যেকদিন রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। সেদিকে তাকিয়ে বিশেষ সতর্ক স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ নিমতিতা বিস্ফোরণ কান্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনআইএ
পাশাপাশি, মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যে জুড়ে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতি মধ্যেই ৭৫ মাইক্রনের কম এবং কোম্পানীর ছাপবিহীন প্লাস্টিক ব্যবহার করার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। কোম্পানির জাল ছাপ দিয়ে ৭৫মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাই প্লাস্টিক মুক্ত শহর গড়তে ও ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করতে পথ নাটিকার আয়োজন করা হল কান্দি শহর জুড়ে।
Koushik Adhikary