সূত্রের খবর, ফরাক্কায় এনটিপিসির কন্ট্রাক্ট এজেন্সি জিডিসিএলে কর্মরত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করছিলেন তরুণ কান্তি গুপ্তা। ফরাক্কায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। মঙ্গলবার সকালে তাঁর কোনওরকম সাড়া শব্দ না পেয়ে সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অচৈতন্য অবস্থায় দ্রুত তাঁকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিশ। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: দুই বোন একই সাইকেলে করে স্কুলে যাচ্ছিল, হঠাৎ ছুটে এসে ধাক্কা মাড়ল বাইক!
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তরুণ কান্তি গুপ্তা। তাঁর মৃত্যুর কথা ইতিমধ্যেই পরিবারকে জানানো হয়েছে। পরিবারের লোকজন এলে তাঁদের হাতে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে। অসুস্থতার কারণেই এনটিপিসি'র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মৃত্যু হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। তারা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কৌশিক অধিকারী