Alipurduar News: দুই বোন একই সাইকেলে করে স্কুলে যাচ্ছিল, হঠাৎ ছুটে এসে ধাক্কা মাড়ল বাইক!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
স্কুলে যাওয়ার সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হল দুই বোন
আলিপুরদুয়ার: স্কুলে যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দুই বোন। দু'জনেই গুরুতর আহত অবস্থায় আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
এক বাইক চালকের ধাক্কায় গুরুতর আহত হয় ওই দুই স্কুল পড়ুয়া। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর মেন্দাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, দ্রুতগতিতে ছুটে এসে একটি বাইক ওই দুই বোনের সাইকেলে ধাক্কা মারে।
মঙ্গলবার সকালে স্কুলের জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বের হয়েছিল জবা ও শিবানী রায়। তারা দু'জনেই পাটকাপাড়া কালিবাড়ি স্কুলের পড়ুয়া। দু'জনেই এক সাইকেলে চেপে স্কুল যাচ্ছিল। অভিযোগ, রাস্তা পার হওয়ার সময় হঠাৎই একটি বাইক এসে তাদের সাইকেলে ধাক্কা দেয়। টাল সামলাতে না পেরে দু'জনেই রাস্তায় পড়ে যায়।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, জবা রায়ের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অপর বোন শিবানীও অল্পবিস্তর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেখান থেকে দু'জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় স্থানীয়রা দেশ ক্ষুব্ধ। এদিকে জানা গিয়েছে, অভিযুক্ত ওই বাইকচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে আহত ছাত্রীদের পরিবার।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 6:11 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দুই বোন একই সাইকেলে করে স্কুলে যাচ্ছিল, হঠাৎ ছুটে এসে ধাক্কা মাড়ল বাইক!